Tuesday, October 14, 2025

ওয়াশিংটন–বেইজিং উত্তেজনার মধ্যে রাশিয়া–উত্তর কোরিয়ার সম্পর্কের নতুন মাত্রা


ছবিঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার চীনের বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর বৈঠক করেন (সংগৃহীত । আল জাজিরা । এএফপি)

PNN নিউজ আন্তর্জাতিক ডেস্ক |

ওয়াশিংটন–বেইজিং সম্পর্ককে ঘিরে নতুন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে অস্বীকার করেছে রাশিয়া। ক্রেমলিনের এক শীর্ষ সহকারী জানান, “কেউ কখনো এমন ষড়যন্ত্রের কথা ভাবেওনি,”—যা ট্রাম্প দাবি করেছিলেন।

বুধবার বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৈঠক করেন। এর আগে তাঁরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেন। তিয়ানআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত এ অনুষ্ঠান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়। এতে হাজারো সেনা ও ভারী অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়, যদিও পশ্চিমা বিশ্ব থেকে প্রায় কোনো প্রতিনিধিই সেখানে উপস্থিত ছিলেন না।

সামরিক কুচকাওয়াজের পর পুতিন ও কিম একই গাড়িতে করে আলোচনায় যোগ দেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কিমের সঙ্গে তাঁর মেয়ে কিম জু-এও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে পুতিন দাবি করেন, ইউক্রেন সীমান্তে কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের পাশে উত্তর কোরিয়ার যোদ্ধারা বীরত্বের পরিচয় দিয়েছেন।

অন্যদিকে, কিম জং উন বলেন, জুন ২০২৪-এ স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর থেকে মস্কো-পিয়ংইয়ং সহযোগিতা “অভূতপূর্ব মাত্রায়” বেড়েছে। তিনি আরও যোগ করেন, “রাশিয়ার জন্য যা কিছু করার প্রয়োজন, তা ভ্রাতৃসুলভ দায়িত্ব হিসেবে মেনে নেব এবং সর্বোচ্চ সহযোগিতা করব।”

এদিকে ট্রাম্প নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, “আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিও ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের কাছে, যখন তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ।” তবে ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে—এ ধরনের অভিযোগের কোনো ভিত্তিই নেই।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন