Tuesday, October 14, 2025

ইউএস ওপেন সেমিফাইনালে জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই


ছবিঃ কার্লোস আলকারাজ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে টেনিসপ্রেমীদের জন্য জমে উঠছে প্রতীক্ষার ম্যাচ। কোয়ার্টার ফাইনালে মার্কিন তারকা টেইলর ফ্রিটজকে ৩-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। সেখানে তার প্রতিপক্ষ স্পেনের তরুণ সেনসেশন কার্লোস আলকারাজ।

জোকোভিচ প্রথম দুই সেট দারুণ আধিপত্য দেখান—৬-৩ ও ৭-৫ গেমে জিতে নেন তিনি। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-৩ গেমে জয় পান ফ্রিটজ। কিন্তু চতুর্থ সেটে আবারও জোকোভিচের দাপট দেখা যায়। ৬-৪ গেমে সেট জিতে ম্যাচ নিশ্চিত করেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই কিংবদন্তি।

অন্যদিকে, একই ভেন্যুতে জিরি লেহেকাকে কোনো সুযোগই দেননি বর্তমান এক নম্বর বাছাই আলকারাজ। ৬-৪, ৬-২, ৬-৪ গেমে সরাসরি সেটে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। এবারের ইউএস ওপেনে এখনও একটি সেটও হারেননি স্প্যানিশ এই তরুণ তারকা।

আগামী ৬ সেপ্টেম্বর আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুখোমুখি হবেন জোকোভিচ ও আলকারাজ। অভিজ্ঞতা বনাম তরুণ তেজের এই লড়াই টেনিসপ্রেমীদের জন্য হতে চলেছে আসল ফাইনালের আগাম স্বাদ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন