Tuesday, October 14, 2025

ভিয়েতনামে টাইফুন ‘কাজিকি’তে মৃতের সংখ্যা বেড়ে ৩


ছবিঃ হ্যানয়ের প্লাবিত রাস্তায় এক ব্যক্তি মোটরসাইকেল ঠেলে নিয়ে যাচ্ছেন (সংগৃহীত । আল জাজিরা । মিন ত্রি/এএফপি]

ভিয়েতনামে আঘাত হানা টাইফুন কাজিকির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। প্রবল ঝড় ও ভারী বর্ষণে রাজধানী হ্যানয়সহ বিভিন্ন এলাকায় সড়ক প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

সোমবার কেন্দ্রীয় ভিয়েতনামে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে আঘাত হানে। এতে হাজার হাজার ঘরের ছাদ উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং ১৬ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

সরকারি হিসেবে, এ পর্যন্ত তিনজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। পাশাপাশি আটটি প্রদেশে হঠাৎ বন্যা ও ভূমিধসের ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে পাহাড়ি অঞ্চলের ২৭টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রায় ৪৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজধানী হ্যানয়ে মঙ্গলবার সকালে অতি বৃষ্টিতে বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঝড় ভিয়েতনামে আঘাত হানার পর দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়ে উত্তর লাওসে প্রবেশ করেছে, যেখানে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।

ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে টাইফুন ‘ইয়াগি’ ভিয়েতনামসহ লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারে ভয়াবহ বন্যা ও ভূমিধস সৃষ্টি করে ৭০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটায় এবং কয়েক শ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন