Tuesday, October 14, 2025

ইরানি হামলার অভিযোগে অস্ট্রেলিয়া থেকে তেহরানের রাষ্ট্রদূত বহিষ্কার


ছবিঃ অস্ট্রেলিয়া ইহুদিবিদ্বেষী হামলায় তেহরানের ভূমিকার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে (সংগৃহীত । আল জাজিরা)

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানের বিরুদ্ধে দেশটিতে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তুলেছেন। এ ঘটনায় ক্যানবেরায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে অস্ট্রেলীয় সরকার।

মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবানিজ বলেন, সিডনি ও মেলবোর্নে গত বছর সংঘটিত দুই হামলা ছিল “একটি বিদেশি রাষ্ট্র কর্তৃক সামাজিক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে পরিচালিত ভয়ংকর আক্রমণ।”

তিনি জানান, ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় দেশে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলীয় সরকার ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ নিচ্ছে।

অস্ট্রেলীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০২৩ সালের ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে হামলার ঘটনা ঘটে। উভয় ক্ষেত্রেই অগ্নিসংযোগ করা হলেও হতাহতের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদেঘি ও আরও তিনজন কূটনীতিককে পারসোনা নন গ্রাটা ঘোষণা করে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল।

ওয়ং আরও বলেন, কূটনৈতিক স্বার্থ রক্ষার জন্য তেহরানের সঙ্গে সীমিত যোগাযোগ বজায় রাখা হবে। একই সঙ্গে ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং নতুন করে কেউ যেন ওই দেশে ভ্রমণ না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন