Tuesday, October 14, 2025

গাজায় অনাহারে আরও তিনজনের মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭৫ ফিলিস্তিনি


ছবিঃ গাজার ক্ষুদাআর্থ জনগণ (সংগৃহীত । আল জাজিরা)

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩–এ, যাদের মধ্যে ১১৭ জন শিশু।

একই সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন মানবিক সহায়তার সন্ধানে থাকা ব্যক্তি ছিলেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় রামাল্লায় অভিযান চালিয়ে গুলি ও স্টান গ্রেনেড ছোড়ে। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুর পিঠে গুলি লেগেছে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গুরুতর আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় দীর্ঘস্থায়ী অবরোধ ও চলমান হামলার কারণে খাদ্য ও ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন