Tuesday, October 14, 2025

ভারত-ইংল্যান্ড টেস্ট: বিশাল জয়ে সিরিজের সমতায় ভারত


ছবিঃম্যান অব দ্য ম্যাচ: ভারত অধিনায়ক শুবমান গিল (সংগৃহীত । কলকাতা ২৪/৭)


ইংল্যান্ডের বিরুদ্ধে একপেশে লড়াইয়ে বিশাল ব্যবধানে জয় নিয়ে সিরিজ শেষ করল ভারত। ৫৯৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড মাত্র ২৭১ রানে অলআউট হওয়ায় ৩৩৬ রানের এক দাপুটে জয় তুলে নিল ভারত। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন শুবমান গিল।

  • ভারত: ৫৮৭ ও ৪২৭/৬ ডিক্লে.

  • ইংল্যান্ড: ৪০৭ ও ২৭১ (স্মিথ ৮৮, কার্স ৩৮, স্টোকস ৩৩; আকাশ দীপ ৬/৯৯, সুন্দর ১/২৮, কৃষ্ণা ১/৩৯, জাদেজা ১/৪০, সিরাজ ১/৫৭)

  • ফল: ভারত ৩৩৬ রানে জয়ী।

  • ম্যান অব দ্য ম্যাচ: শুবমান গিল।

আজ টেস্টের শেষ দিনে এজবাস্টনে যখন ইংল্যান্ডের জন্য আশা হয়ে ঝুম বৃষ্টি নেমেছিল, তখন শেষ দিনের খেলা কখন শুরু হবে এবং কতটা সময় পাওয়া যাবে তা অনিশ্চিত ছিল। তবে বৃষ্টি থামার পর খেলা শুরু হলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে।

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের আউট ছিল ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওয়াশিংটন সুন্দরের বলে সামনের পায়ে খেলতে গিয়ে প্যাডে বল লাগলে এলবিডব্লিউর আবেদন হয়। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় ডিআরএস নেওয়ার পরও। বিলম্বিত মধ্যাহ্নবিরতির ঠিক আগে স্টোকসের এই বিদায়ের পরই পরিষ্কার হয়ে যায়, এই টেস্ট আর ইংল্যান্ডের হাতে নেই। গতকাল টেস্টের চতুর্থ দিনে ৬০৮ রানের লক্ষ্য তাড়া করতে নামার সময়ও ইংল্যান্ডের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ, যা আজ আর পূরণ করা সম্ভব হয়নি।

আকাশ দীপ ভারতের পক্ষে দুর্দান্ত বোলিং করে ৬টি উইকেট শিকার করেন, যা ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেয়। তাঁর অসাধারণ পারফরম্যান্স এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন