Friday, December 5, 2025

উত্তর নাইজেরিয়ায় তিন কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে: ডব্লিউএফপির সতর্কবার্তা


ছবিঃ “উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্নো অঙ্গরাজ্যের মাগুমেরিতে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) পরিচালিত একটি কেন্দ্রে সেবা পাওয়ার অপেক্ষায় বসে আছেন নারীরা (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

উত্তর নাইজেরিয়ায় সশস্ত্র সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় অঞ্চলের প্রায় তিন কোটি ৫০ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ডব্লিউএফপির মতে, এটি নাইজেরিয়ার ইতিহাসে সর্বোচ্চ খাদ্য নিরাপত্তাহীনতার পূর্বাভাস। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে বর্নো রাজ্য, যেখানে চলমান সশস্ত্র বিদ্রোহ ও হামলার কারণে অন্তত ১৫ হাজার মানুষ “মারাত্মক দুর্ভিক্ষ বা দুর্ভিক্ষ-সদৃশ” পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

বর্নো, সোকোতো, ইয়োবে ও জামফারায় অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। কৃষিনির্ভর বর্নো, আদামাওয়া ও ইয়োবে রাজ্যে ছয় মিলিয়নের বেশি মানুষ ন্যূনতম খাদ্য সরবরাহ থেকেও বঞ্চিত।

ডব্লিউএফপির নাইজেরিয়া দেশ পরিচালক ডেভিড স্টিভেনসন বলেন, “ক্রমবর্ধমান সহিংসতা শুধু স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় সংকট তৈরি করছে। গ্রামাঞ্চলের মানুষ বারবার হামলা ও অর্থনৈতিক চাপের মধ্যে টিকে থাকার লড়াই করছে।”

বোকো হারামের দীর্ঘ সহিংসতার পাশাপাশি দেশটির কেন্দ্রীয় ও উত্তর–পশ্চিমাঞ্চলে সংঘবদ্ধ সশস্ত্র গ্যাংয়ের তৎপরতা বাড়ছে। গ্রাম দখল, খুন, লুটপাট এবং মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

গত এক সপ্তাহে নাইজেরিয়ায় তিনটি বড় অপহরণের ঘটনা ঘটে। নাইজার রাজ্যের সেন্ট মেরিজ ক্যাথলিক স্কুল থেকে ৩০৩ শিশু ও ১২ শিক্ষককে অপহরণ করা হয়। পার্শ্ববর্তী কেব্বি রাজ্যে ২৫ মুসলিম ছাত্রী অপহৃত হয়। কওয়ারা রাজ্যের একটি গির্জার অনলাইন ধর্মীয় অনুষ্ঠানের সময় ৩৮ উপাসককে তুলে নিয়ে যায় বন্দুকধারীরা।

অর্থ সংকটে ডব্লিউএফপি ২০২৫ সালের জুলাইয়ে তাদের পুষ্টি সহায়তা কর্মসূচি কমিয়ে দিতে বাধ্য হয়, যার ফলে তিন লাখের বেশি শিশু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। অপুষ্টির হার “গুরুতর” থেকে “সঙ্কটজনক” পর্যায়ে পৌঁছে যায়।

যুক্তরাষ্ট্র সংস্থাটির সবচেয়ে বড় দাতা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মানবিক সহায়তা কমিয়ে দেওয়ায় ডব্লিউএফপি ডিসেম্বরের মধ্যেই জরুরি খাদ্য কর্মসূচির অর্থায়ন সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছে।

বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে উত্তর নাইজেরিয়ার খাদ্য সংকট মহাদেশজুড়ে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন