Friday, December 5, 2025

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে মহিলা ও শিশু-সহ ১০ জন নিহত


ছবিঃ মানচিত্র (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

আফগানিস্তানের দক্ষিণ–পূর্ব খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। মঙ্গলবার গভীর রাতে খোস্তের গুরবুজ জেলায় একটি আবাসিক বাড়িতে এ হামলা চালানো হয়।


আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা নিক্ষেপ করা হলে পাঁচ ছেলে ও চার মেয়েসহ মোট নয় শিশু এবং একজন নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।


মুজাহিদের দাবি, একই রাতে পূর্ব পাকতিকা ও উত্তর–পূর্ব কুনার প্রদেশেও পাকিস্তান আরও কয়েকটি বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তান এখন পর্যন্ত এসব ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।


মঙ্গলবার পরে এক বিবৃতিতে মুজাহিদ বলেন, “আফগানিস্তান উপযুক্ত সময়ে এর জবাব দেবে।” তিনি হামলাকে দেশের আকাশসীমা ও সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। দুই দেশের মধ্যে আলোচনার ইতিমধ্যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং সর্বশেষ হামলা নতুন করে বৈরিতা বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।


সোমবার পাকিস্তানের পেশোয়ারে দেশটির আধাসামরিক ফোর্স ফেডারেল কনস্ট্যাবুলারি সদর দপ্তরে আত্মঘাতী হামলায় বহু হতাহতের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাকিস্তান দাবি করছে, হামলাকারীরা আফগান নাগরিক। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিও একই দাবি করেছে।


এর আগেও ইসলামাবাদে এ মাসের শুরুতে আরেকটি আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হন। পাকিস্তান অভিযোগ করেছে  এই হামলা আফগানভিত্তিক পাকিস্তান তালেবান (টিটিপি)-এর শীর্ষ নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়।


২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান–আফগানিস্তান সম্পর্ক অস্থির। অক্টোবরের সীমান্ত সংঘর্ষে উভয় দেশের প্রায় ৭০ জন নিহত হওয়ার পর উত্তেজনা শীর্ষে পৌঁছে। কাতার ও তুরকিয়ে মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি হলেও ইস্তানবুলে অনুষ্ঠিত পরবর্তী আলোচনায় স্থায়ী সমাধান পাওয়া যায়নি।


পাকিস্তানের অভিযোগ, টিটিপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী আফগান মাটিকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে আফগানিস্তান বলছে, পাকিস্তানই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে আশ্রয় দিয়ে তাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে অস্থিতিশীল করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন