Friday, December 5, 2025

তুর্কির সঙ্গে ড্র করে গ্রুপসেরা স্পেনের বিশ্বকাপ নিশ্চিত, অন্যদিকে ইতিহাস গড়ল স্কটল্যান্ডও


ছবিঃ স্পেনের মিকেল ওইয়ারসাবাল তাঁর দলের দ্বিতীয় গোল উদযাপন করছেন। (সংগৃহীত । আল জাজিরা । ফ্লোরেনসিয়া তান জুন/গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্ট: PNN 

২০২৬ বিশ্বকাপ ইউরোপিয়ান বাছাই পর্বে তুর্কির সঙ্গে ২-২ ড্র করেই গ্রুপ ই–র শীর্ষে থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্পেন। মঙ্গলবার রাতে সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে লুইস দে লা ফুয়েন্তের দলকে আটকে দিয়ে ইতিহাস গড়েছে তুর্কি, বাছাইপর্বে স্পেনের প্রথম পয়েন্ট-ক্ষতির ম্যাচ এটিই।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। মাত্র চার মিনিটে মার্ক কুকুরেল্লার ক্রসে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন দানি ওলমো। এরপর আরও দুটি দূরপাল্লার শটে তিনি গোলের সুযোগ তৈরি করলেও তুর্কির গোলরক্ষক আলতাই বাইয়ানদির দুইবারই বল ঠেকিয়ে দেন।

প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে তৈরি হওয়া মুহূর্তে স্পেনের রক্ষণভাগে প্রথমবারের মতো ফাটল ধরায় তুর্কি। বক্সে তৈরি জটলার সুযোগ নিয়ে ডেনিজ গুল বল ঠেলে জালে জড়ালে সমতায় ফিরেই বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তুর্কি। একের পর এক পাল্টা আক্রমণে তারা স্পেনকে চাপে ফেলে এবং উনাই সিমনকে দু’বার কঠিন সেভে বাধ্য করে। শেষ পর্যন্ত বক্সের বাইরে থেকে বুকান-সুলভ এক শটে গোল করেন সালিহ ওজকান।

চাপ সামলে স্পেন সমতা ফেরায় মিকেল ওইয়ারসাবাল। ইয়েরেমি পিনোর শট ব্লক হতে ফিরে আসা বলে সঠিক জায়গায় দাঁড়িয়ে গোল করেন লা রিয়াল ফরোয়ার্ড। এই গোলেই বাছাইপর্বে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ছয়ে।

শেষ দিকে বদলি হিসেবে নামা সামু আগেহোয়া এবং আলেক্স বাইয়েনাকে দু’বার গোল বঞ্চিত করেন তুর্কি গোলরক্ষক বাইয়ানদির। অতিরিক্ত সময়ে বার্সেলোনার ফারমিন লোপেজ গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বাছাইপর্বে মোট ২১ গোল করা স্পেন পুরো আসরে মাত্র দুটি গোল হজম করেছে। টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার এই রেকর্ডও অব্যাহত থাকল।

অন্যদিকে, একই রাতে স্কটল্যান্ড ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে। অস্ট্রিয়া, বেলজিয়াম ও সুইজারল্যান্ডও নিজেদের গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে উঠেছে। রানার্স-আপ দলগুলো এবং নেশন্স লিগের সেরা চার গ্রুপ–জয়ী যারা প্রথম বা দ্বিতীয় হয়নি, তারা মার্চে প্লে-অফ খেলবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন