Tuesday, October 14, 2025

ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আপিল আদালতের, সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলা


ছবিঃ ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)

মার্কিন আপিল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। শুক্রবার ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলসের ৭-৪ রায়ের মাধ্যমে এই সিদ্ধান্ত আসে, যা ট্রাম্পের বাণিজ্যনীতি ও বৈদেশিক সম্পর্কের ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

আদালত রায়ে জানায়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) এর আওতায় ট্রাম্পের শুল্ক আরোপ বৈধ নয়, কারণ এই আইনে শুল্ক সংক্রান্ত কোনো ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি। বিচারপতিরা মন্তব্য করেন, শুল্ক আরোপ কংগ্রেসের মৌলিক ক্ষমতার অন্তর্ভুক্ত এবং এটি প্রেসিডেন্টকে সীমাহীনভাবে দেওয়ার কোনো নজির নেই।

২০১৭ থেকে ২০২০ মেয়াদে ট্রাম্প চীন, মেক্সিকো, কানাডা এবং আরও বহু দেশের ওপর ‘পারস্পরিক’ বা ‘রেসিপ্রোকাল’ শুল্ক আরোপ করেছিলেন। তার দাবি ছিল, বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু আদালত বলেছে, শুল্ক আরোপ জাতীয় জরুরি অবস্থা ঘোষণার অংশ হতে পারে না।

রায় কার্যকর হবে ১৪ অক্টোবর থেকে, এর আগে হোয়াইট হাউস সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। ট্রাম্প নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রতিক্রিয়ায় আদালতের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ বলে আখ্যা দেন। তিনি লিখেছেন, “এই রায় বহাল থাকলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।”

মামলাটি এখন সুপ্রিম কোর্টে গড়ানোর সম্ভাবনা প্রায় নিশ্চিত। আদালতের নয় বিচারকের মধ্যে ছয়জন রিপাবলিকান নিয়োগপ্রাপ্ত, যার তিনজনকে মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্প নিজেই। ফলে চূড়ান্ত রায়ে রাজনৈতিক ও আইনগত ভারসাম্য বড় ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, বিশেষজ্ঞরা বলছেন—যদি এই শুল্কগুলো বাতিল হয়, তবে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে এবং পূর্ববর্তী অনেক বাণিজ্য চুক্তি প্রশ্নের মুখে পড়বে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন