Tuesday, October 14, 2025

টেক্সাসের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৮১, নিখোঁজ অর্ধশতাধিক; ক্যাম্প মিস্টিকের বহু শিশু নিখোঁজ


ছবিঃ হান্ট, টেক্সাসে গুয়াদালুপে নদীতে উদ্ধার অভিযানে নিয়োজিত কর্মকর্তারা ( সংগৃহীত । সি বি এস)


টেক্সাস হিল কান্ট্রিতে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর অন্তত ৮১ জন নিহত এবং ৪১ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ভোরে গুয়াদালুপে নদীর পানি দ্রুত গতিতে দোতলা ভবনের উচ্চতা পর্যন্ত বেড়ে যাওয়ায় ব্যাপক উদ্ধার অভিযান চলছে। কর্মকর্তারা রবিবার (৬ জুলাই) জানিয়েছেন, কের কাউন্টিতে অবস্থিত শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প 'ক্যাম্প মিস্টিক' থেকে প্রায় এক ডজন শিশু এখনও নিখোঁজ রয়েছে।

কের কাউন্টির শেরিফ ল্যারি লিথা রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, এ পর্যন্ত নিহতদের মধ্যে ৬৮ জনই কের কাউন্টির বাসিন্দা, যা আগের রাতের ৪৩ জনের হিসাবের চেয়ে বেশি। নিহতদের মধ্যে ৪০ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু রয়েছে, যাদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুকে এখনও শনাক্ত করা যায়নি।

শেরিফ লিথা সাংবাদিকদের জানান, ক্যাম্প মিস্টিকের অন্তত ১০ জন শিবিরার্থী এবং একজন পরামর্শক নিখোঁজ রয়েছেন। শনিবার কর্মকর্তারা নিখোঁজ শিবিরার্থীর সংখ্যা ২৭ পর্যন্ত হতে পারে বলে অনুমান করলেও, এটিই প্রথম সুনির্দিষ্ট সংখ্যা যা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শেরিফ এর আগে জানিয়েছিলেন, বন্যা আঘাত হানার সময় ক্যাম্প মিস্টিক-এ প্রায় ৭৫০ জন শিশু ছিল।

রবিবার সকালে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প কের কাউন্টির জন্য একটি বড় ধরনের দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছেন। এর আগে শনিবার গভর্নর অ্যাবট প্রথমবারের মতো গ্রীষ্মকালীন ক্যাম্পটি পরিদর্শন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে "ভয়াবহভাবে বিধ্বস্ত" বলে বর্ণনা করেন।

অ্যাবট লিখেছেন, "আজ আমি ক্যাম্প মিস্টিক পরিদর্শন করেছি। এটি এবং এর পাশ দিয়ে বয়ে যাওয়া নদী এমন ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে যা আমি অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে দেখিনি।" তিনি আরও লেখেন, "ঘূর্ণিঝড়ের পানি কেবিনের ছাদ পর্যন্ত উঠেছিল, যা ছিল মর্মান্তিক। আমরা প্রতিটি মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত থামব না, যারা সেই কেবিনগুলোতে ছিল।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন