Tuesday, October 14, 2025

তেহরান-তেলআভিভে রাতভর গোলাবর্ষণ: আবাসিক এলাকায় ধ্বংস, উদ্ধারকাজে নামল রেড ক্রিসেন্ট ও দমকল বাহিনী


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েল পরস্পরের ওপর দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। এতে তেহরানের আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর মিলেছে। ইসরায়েলের হামলার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।



টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, “ইসরায়েল আবাসিক ভবনগুলোতে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের উদ্ধারকর্মীরা আহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দিচ্ছেন।বিবৃতিতে আরও জানানো হয়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, চিকিৎসা টিম এবং ভলান্টিয়ারদের একযোগে কাজ করতে দেখা গেছে।

হামলার কারণে তেহরানের একাধিক ঘরবাড়ি ধসে পড়েছে, যার ফলে হতাহতের আশঙ্কা বাড়ছে।অন্যদিকে, ইরানের হামলার জবাবে ইসরায়েলও পাল্টা আঘাত হানে।



ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, সোমবার দিবাগত রাতে ইরানের দিক থেকে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, যার মধ্যে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হেনেছে বলে জানানো হয়। এর ফলে তেল আভিভের উত্তরে একটি আবাসিক এলাকায় আগুন ধরে যায়। সেখানে দমকল বাহিনীর সদস্যরা রাতভর কাজ করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।উভয় দেশই একে অপরকে দায়ী করছে এই সহিংসতার জন্য, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


ছবিঃইন্টারনেট হতে  সংগৃহীত(17/06/2025)

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন