Tuesday, October 14, 2025

ইরান-ইসরায়েল উত্তেজনায় নতুন রক্তক্ষয়: হামলা-পাল্টা হামলায় নিহত বহু, আশঙ্কাজনক পরিণতি


মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা। মঙ্গলবার সকালে ইরানের অভ্যন্তরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। হামলাটি হয়েছে ইরানের ইস্পাহান শহরের একটি তল্লাশিচৌকিতে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান দাবি করেছে, এর পাল্টা জবাবে তারা ইসরায়েলের হার্জলিয়া শহরে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশনাল হাবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাগুলোতে ছিল সুনির্দিষ্টভাবে পরিচালিত।

হার্জলিয়ার এই হামলার ব্যাপারে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা যায়, উপকূলীয় এই শহরের ‘সংবেদনশীল’ একটি স্থাপনায় বিস্ফোরণ ঘটে। সাধারণত এই শব্দের মাধ্যমে সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাকে বোঝানো হয়। উদ্ধারকাজ এখনো চলছে।

এদিকে, ইরানে চলমান ইসরায়েলি হামলায় দেশটিতে ইতোমধ্যেই ২২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু রয়েছে। তেহরানসহ একাধিক শহরে দফায় দফায় হামলার কারণে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তেহরানের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “সবার এখনই তেহরান ত্যাগ করা উচিত।” যদিও এই হুঁশিয়ারির পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমার একটাই চাওয়া—মানুষ যেন নিরাপদ থাকে। তবে মনে রাখবেন, আমরা চাই না ইরান কখনো পরমাণু অস্ত্র অর্জন করুক।” ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিংবা মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন।

এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে দুশ্চিন্তা বাড়ছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা দুই দেশকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। তবে মাঠপর্যায়ে সংঘাতের তীব্রতা দিন দিন বাড়ছে—যা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।


ছবিঃ ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ার একটি ভবন থেকে আগুন ও ধোয়ার কুণ্ডলী উড়ছে। ১৭ জুন ২০২৫ছবি: এএফপি

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন