Friday, December 5, 2025

তীব্র আর্থিক সংকটে জাতিসংঘ: ২০২৬ সালের বাজেট ১৫% কম, কর্মী সংখ্যা কমছে ১৮%


ছবিঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, ফিলিস্তিনে উচ্চ চাহিদার কারণে ইউএনআরডব্লিউএ-এর বাজেট অক্ষুণ্ণ থাকবে (সংগৃহীত। ফার্নান্ডো ল্লানো/এপি ফটো)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

জাতিসংঘ ২০২৬ সালে তাদের বার্ষিক বাজেট ১৫.১ শতাংশ কমানোর পাশাপাশি কর্মী সংখ্যা ১৮.৮ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া চাঁদা ১.৫৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছা্নোয় সংগঠনটি মারাত্মক আর্থিক সংকটে পড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার ঘোষণা করা নতুন বাজেটে ২০২৬ সালের ব্যয় ধরা হয়েছে ৩.২৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৫৭৭ মিলিয়ন ডলার কম। গুতেরেস বলেন, আর্থিক টানাপোড়েন এতটাই গভীর হয়েছে যে বহু গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকা সত্ত্বেও নতুন নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না।

গুতেরেস স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনি উদ্বাস্তু সহায়তা সংস্থা UNRWA-র বাজেট অপরিবর্তিত থাকবে। গাজার মানবিক সংকটের প্রেক্ষাপটে এই সংস্থার ব্যয় কমানো হলে তা “পুরো মানবিক প্রতিক্রিয়ার মেরুদণ্ড ভেঙে দিতে পারে”। আফ্রিকার উন্নয়ন তহবিলও ২০২৫ সালের সমপর্যায়ে বজায় থাকবে।

বহু সংস্থার কার্যক্রম পুনর্গঠন ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে মোট ২,৬৮১টি পদ বাদ দেয়ার পরিকল্পনা নিয়েছে জাতিসংঘ। সংস্থার প্রায় ১৮ শতাংশ পদ আগেই শূন্য রয়েছে, তবে এই শূন্য পদ ও কাটছাঁট তালিকার মধ্যে সরাসরি সম্পর্ক নেই বলে জানান মহাসচিব।

নিউ ইয়র্কে জাতিসংঘের অফিস ভাড়া বিশ্বের সবচেয়ে ব্যয়সাপেক্ষ হওয়ায় সেখানে কার্যক্রম কমানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে দুইটি অফিস লিজ বাতিল করা হবে, যা ২০২৯ সাল থেকে বছরে প্রায় ২৪.৫ মিলিয়ন ডলার সাশ্রয় করবে। ইতোমধ্যে ২০১৭ সাল থেকে নিউ ইয়র্কের বিভিন্ন কার্যালয় বন্ধ করে ১২৬ মিলিয়ন ডলার সঞ্চয় করা হয়েছে।

২০২৬ সালে বিশেষ রাজনৈতিক মিশনের বাজেট ৫৪৩.৬ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হবে, যা আগের বছরের তুলনায় ২১.৬ শতাংশ কম। কিছু মিশন বন্ধ করে ও কিছু কার্যক্রম সীমিত করে এই সাশ্রয় করা হবে।

জাতিসংঘের এই ব্যাপক কাটছাঁটের সিদ্ধান্ত বিশ্ব কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া চাঁদা না মেটালে আন্তর্জাতিক শান্তি ও মানবিক সহায়তা কার্যক্রম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন