- ১৩ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
সিরিয়ার পূর্বাঞ্চলীয় আলেপ্পোতে সরকারি সেনা পুনর্বিন্যাস করা হয়েছে। এটি ঘটেছে কয়েক দিনের মারাত্মক সংঘর্ষ এবং সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (SDF) এর কয়েকটি এলাকা ত্যাগের পর।
সরকারি সংবাদ সংস্থা সানা সোমবার প্রকাশিত ভিডিওতে দেখিয়েছে যে সিরিয়ার সেনা সৈন্যরা আলেপ্পোর পূর্বাঞ্চলে মোতায়েনের জন্য যাচ্ছে। আলেপ্পো অঞ্চলে সেনা কমান্ডাররা জানিয়েছেন, “আমরা লক্ষ্য করেছি যে SDF-এর কিছু মোতায়েন পয়েন্টে নতুন সশস্ত্র গোষ্ঠীর আগমন হয়েছে।” সূত্র অনুযায়ী, নতুন জোটে রয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (PKK) কয়েকজন যোদ্ধা।
তবে SDF এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, “পূর্ব আলেপ্পোর ডেইর হাফার অঞ্চলে কোনো অস্বাভাবিক সামরিক কার্যক্রম হয়নি। যে কিছু গোষ্ঠী সেখানে দেখা গেছে তা মূলত স্থানীয় নাগরিকদের, যারা শহরের শেখ মাকসুদ ও আশরাফিয়ের প্রতিবেশী এলাকায় আহতদের সাহায্য করতে গিয়েছিল।”
একই সময়ে সিরিয়ার সেনা শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা অভিযান চালাচ্ছে। লড়াইয়ে স্থানচ্যুত কিছু বাসিন্দা তাদের বাড়িতে ফিরে আসা শুরু করেছে। আশরাফিয়ের এলাকায় মানুষ পুনঃনির্মাণের কাজ শুরু করেছে, তবে শেখ মাকসুদে এখনও সেনারা বিস্ফোরক ও অস্ত্র খুঁজছে।
সিরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার থেকে SDF-এর হামলায় অন্তত ২৪ জন নাগরিক নিহত এবং ১২৯ জন আহত হয়েছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুসারে দুই পক্ষের মোট ৬০ সৈন্য ও যোদ্ধা নিহত হয়েছে।
আলেপ্পোর SDF যোদ্ধাদের প্রত্যাহার এই অঞ্চলে তাদের দীর্ঘ সময় ধরে থাকা উপস্থিতি শেষ করছে। এতে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা চলছে।