- ১৩ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
ইরানে চলমান বিক্ষোভ নতুন করে আন্তর্জাতিক শিরোনামে উঠে এসেছে। সরকার ও বিরোধীপক্ষ একে অপরের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ করছে। একই সঙ্গে তেহরান দাবি করছে, এসব আন্দোলনের পেছনে বিদেশি হস্তক্ষেপ রয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ ধাপ।
শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতনের মধ্য দিয়ে ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই দেশটি একের পর এক রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে। বিপ্লবের সেই বছরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চরমভাবে অবনতি ঘটে, তেহরানে মার্কিন দূতাবাস দখল ও জিম্মি সংকটের জেরে ওয়াশিংটন প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে।
এরপর ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়, যা আট বছর স্থায়ী হয় এবং প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটে। এই যুদ্ধ ইরানের সমাজ ও অর্থনীতিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। ১৯৮৮ সালে মার্কিন নৌবাহিনীর গুলিতে ইরান এয়ারের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হলে নিহত হন ২৯০ জন।
নব্বইয়ের দশকে বড় ভূমিকম্প, নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক উত্তেজনা ইরানের সংকটকে আরও ঘনীভূত করে। ২০০০ সালের পর দেশটি পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়ে। ২০০৬ সাল থেকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি বড় ধাক্কা খায়, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
২০১৫ সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) স্বাক্ষরের মাধ্যমে কিছুটা স্বস্তি এলেও ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়। মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়তে থাকায় জনঅসন্তোষ তীব্র আকার নেয়।
সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সংঘাত, শীর্ষ সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং রাজনৈতিক অস্থিরতা ইরানকে আরও চাপে ফেলেছে। ২০২৪ ও ২০২৫ সালে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ পরিস্থিতিকে নতুন মাত্রা দেয়।
বিশ্লেষকদের মতে, বর্তমান বিক্ষোভ হঠাৎ সৃষ্ট কোনো ঘটনা নয়; বরং এটি ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক সংকট এবং সামাজিক অসন্তোষেরই বহিঃপ্রকাশ। পরিস্থিতি কোন দিকে যাবে, তা নির্ভর করছে সরকারের পদক্ষেপ, বিরোধীদের কৌশল এবং আন্তর্জাতিক ভূরাজনীতির ওপর।
তথ্যসূত্রঃ আল জাজিরা