Tuesday, October 14, 2025

সিরিজে টিকে থাকতে ১৯১ রানের লক্ষ্য তাড়া করবে বাংলাদেশ


ছবিঃ আজ টসে হেরেছে বাংলাদেশ(সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | আবুধাবি, ১১ অক্টোবর: 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়া টাইগারদের সামনে এখন একটাই লক্ষ্য এই ম্যাচে জয় তুলে নিয়ে সমতায় ফেরা।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দুই স্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান গুটিয়ে গেছে ১৯০ রানে। ইনিংসের বড় ভরসা ছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান, যিনি দারুণ এক ইনিংসে করেছেন ৯৫ রান। সপ্তম ওয়ানডে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজের বলে রিশাদের চমৎকার ক্যাচে আউট হয়ে। ১৪০ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান।

রহমত শাহ চোট নিয়েও মাঠে ফিরেছিলেন, কিন্তু ১ বল খেলে আবারও ফিরে যেতে বাধ্য হন। আফগান ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন মোহাম্মদ নবী ও আল্লাহ মোহাম্মদ গজনফর।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি নিয়েছেন ৩ উইকেট। পাশাপাশি তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন পেয়েছেন ২টি করে উইকেট, আর তানভীর ইসলাম নিয়েছেন ১ উইকেট।

এখন সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশকে করতে হবে ১৯১ রান। ব্যাট হাতে ভালো শুরুই হবে টাইগারদের প্রধান লক্ষ্য, যাতে করে জয় তুলে নিয়ে সিরিজে ফিরে আসা যায়।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৪৪.৫ ওভারে ১৯০ (জাদরান ৯৫, নবী ২২, গজনফর ২২; মিরাজ ৩/৪২, তানজিম ২/৩৫, রিশাদ ২/৩৭, তানভীর ১/৩৫)

বাংলাদেশের লক্ষ্য: ১৯১ রান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন