- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
আর্জেন্টিনার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে রেসিং ও টাইগারের মধ্যে তীব্র লড়াই চলাকালীন রেসিংয়ের কোচ গুস্তাভো কোস্তাস ডাগআউটে দাঁড়িয়ে নিজের স্নায়ুচাপ কমানোর চেষ্টা করেছিলেন। তবে কোচের সেই চেষ্টা এখন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
গোলশূন্য অবস্থায় ম্যাচটি পেনাল্টি পর্যন্ত গড়ায় এবং উত্তেজনা তখন তুঙ্গে পৌঁছায়। এই সময় কোচ কোস্তাস টেনশন কমানোর জন্য ধূমপান করতে শুরু করেন। তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করেন; বেঞ্চে বসে সহকারী কোচকে সামনে দাঁড়াতে বলেন যেন ধূমপান গোপন থাকে।
কিন্তু স্টেডিয়ামের ক্যামেরা তাকে ধরেই ফেলে। ফুটেজে স্পষ্ট দেখা গেছে কোচ ধূমপান করছেন। ম্যাচ শেষে রেসিং দল জয় লাভ করে সেমিফাইনালে উঠার আনন্দে কোচ উচ্ছ্বাসে ভেসে যান।
এখন প্রশ্ন উঠেছে, টুর্নামেন্ট আয়োজকরা কোচের এই আচরণের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কি না। ধূমপান নিষিদ্ধ ক্ষেত্রের মধ্যে এমন ঘটনা ঘটায় শাস্তির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখ করেছেন।