Tuesday, October 14, 2025

শান্তিচুক্তির আলোচনায় অগ্রগতি: হামাসের জবাব পেয়ে বিবেচনায় ইসরায়েল


ছবি: (সংগৃহীত)

দীর্ঘ সপ্তাহব্যাপী নিষ্ফল যুদ্ধবিরতি আলোচনার পর হামাস বৃহস্পতিবার সকালে মধ্যস্থতাকারীদের কাছে তাদের এবং ফিলিস্তিনি দলগুলোর প্রতিক্রিয়া জমা দিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা এই জবাব পরীক্ষা করছে।

এএফপি বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, হামাসের এই জবাবে যুদ্ধবিরতির শর্তাবলী, যেমন - সাহায্য প্রবেশের শর্ত, যেসকল এলাকা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহার করা উচিত এবং যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা বিষয়ক বিষয়গুলোতে সংশোধনী অন্তর্ভুক্ত রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে মিশর এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চলছিল। তবে উভয় পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় থাকায় আলোচনা বারবার অচলাবস্থায় পৌঁছেছে। হামাসের এই নতুন জবাব আলোচনার ক্ষেত্রে কোনো অগ্রগতি আনতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন