- ১৩ অক্টোবর, ২০২৫
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে এক মোটরসাইকেলচালকের মৃত্যুর ঘটনার পর। পুলিশের একটি সাঁজোয়া গাড়ির ধাক্কায় নিহত হন গোজেক ও গ্র্যাবের চালক আফফান কুরনিয়াওয়ান। বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনের সামনে জীবনযাত্রার ব্যয় ও রাজনৈতিক সুবিধাভোগীদের ভাতা বাতিলের দাবিতে বিক্ষোভ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর শুক্রবার নিহত কুরনিয়াওয়ানের সহকর্মী মোটরসাইকেলচালকরা জাকার্তা মোবাইল ব্রিগেড কর্পসের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। একইসঙ্গে শিক্ষার্থীরাও রাজধানীর পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভের ডাক দেন।
রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো গভীর শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি হতবাক ও মর্মাহত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত হতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকায় দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সাঁজোয়া গাড়ির ধাক্কায় কুরনিয়াওয়ান মারা যান। তবে নিহতের পরিবার ও চালক সংগঠনের দাবি, তিনি কোনো বিক্ষোভে অংশ নেননি।
রাজধানীর পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি সংবাদ সম্মেলনে বলেন, “এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের মূল দাবি—কর্মীদের জন্য মজুরি বৃদ্ধি, কর কমানো এবং সংসদ সদস্যদের জন্য ঘোষিত নতুন মাসিক আবাসন ভাতা বাতিল করা। এই ভাতার পরিমাণ কিছু অঞ্চলের ন্যূনতম মজুরির তুলনায় প্রায় ২০ গুণ বেশি, যা জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।