Tuesday, October 14, 2025

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা: শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৭ গোল, সাগরিকার হ্যাটট্রিক


ছবিঃ বাংলাদেশের নারী দল (সংগৃহীত । ঢাকা টাইম)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলবন্যা ছুড়েছে বাংলাদেশ নারী দল। ঢাকার কিংস অ্যারেনায় শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে মাত্র এক ঘণ্টার মধ্যেই ৭-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল। ম্যাচের প্রধান নায়িকা ছিলেন মোসাম্মাৎ সাগরিকা, যিনি পূর্ণ করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে নামে পিটার বাটলারের দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। এরপর একে একে গোল করেন মুনকি আক্তার (২টি), শিখা আক্তার এবং হ্যাটট্রিক নায়িকা সাগরিকা।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আবারও গোলের ঝড় তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৮, ৫০, ৫৩ ও ৫৮ মিনিটে আরও ৪ গোল করে ম্যাচে নিজেদের দাপট আরও সুদৃঢ় করে।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টটি এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান চারটি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন। উল্লেখযোগ্যভাবে, ভারত এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

বয়সভিত্তিক সাফ ফুটবলে বাংলাদেশের সাফল্য বরাবরই উজ্জ্বল। ২০২৪ সালে সর্বশেষ আসরে তারা ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। পাঁচবারের আয়োজিত প্রতিযোগিতায় চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।

পরবর্তী ম্যাচে ১৩ জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ এবং ১৯ জুলাই আবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ২১ জুলাই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপ পর্ব।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন