- ১৩ অক্টোবর, ২০২৫
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল নেপালের সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচ শুরু হবে। চার দলের টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার মুখোমুখি হচ্ছে।
প্রথম পর্বে বাংলাদেশ দল নেপাল ও ভুটানের সঙ্গে জিতেছে যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে। তবে ভারতের বিরুদ্ধে তারা ২-০ গোলে হেরে যায়। দ্বিতীয় পর্বে হাতে থাকা তিন ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রেখেছে বাংলাদেশ নারী দল।
অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ আবুল হোসেন বলেন, “প্রথম লেগ শেষ করেছি। দ্বিতীয় লেগে তিনটি ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হব। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য দেশবাসীকে হতাশ না করা।”
বাংলাদেশ নারী দল ইতিমধ্যেই সিনিয়র দল থেকে শুরু করে সকল বয়সভিত্তিক সাফে শিরোপা জিতেছে, অনূর্ধ্ব-১৭ ছাড়াও। এবার ভুটানে অনূর্ধ্ব-১৭ সাফে শিরোপার খরা ঘুচাতে মাঠে নামছে মেয়েরা।