Tuesday, October 14, 2025

রেকর্ডময় দিনে জো রুটের জোড়া কীর্তি, বুমরাহরও রেকর্ড


ছবিঃ ভারত দল (সংগৃহীত । বিডি নিউজ ২৪)

ভারতের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির পাশাপাশি ফিল্ডিংয়ে আরেকটি বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। অন্যদিকে, বল হাতে দারুণ পারফরম্যান্সে রেকর্ড গড়েছেন ভারতের মূল পেসার জশপ্রিত বুমরাহ।

শুক্রবার (১২ জুলাই, ২০২৫) লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই বাউন্ডারি মেরে ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রুট। এর মধ্য দিয়ে তিনি টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন, পেছনে ফেলেছেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে। দুজনেরই সেঞ্চুরি ৩৬টি করে। এই রেকর্ডে রুটের সামনে রয়েছেন কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪২), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)।

রুটের এই সেঞ্চুরিটি লর্ডসে টানা তৃতীয় ইনিংসে তিন অঙ্কের ঘর ছোঁয়ার রেকর্ডও। এর আগে এই কীর্তি গড়েছিলেন জ্যাক হবস এবং মাইকেল ভন। ভারতের বিপক্ষে এটি রুটের ১১তম সেঞ্চুরি, যা তাকে স্মিথের সঙ্গে যৌথভাবে এই তালিকায় শীর্ষে এনেছে। দিনের শেষে ১০৪ রানে আউট হন তিনি।

ব্যাট হাতে সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে নেমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েন রুট। করুণ নারারের ক্যাচটি ধরে টেস্টে ২১১টি ক্যাচ নিয়ে তিনি পেছনে ফেলেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে (২১০ ক্যাচ)। রুটের এই রেকর্ডটি এসেছে মাত্র ১৫৬ ম্যাচে, যেখানে দ্রাবিড় তার রেকর্ড গড়তে খেলেছেন ১৬৪টি ম্যাচ।

ম্যাচের পর জানান, কীভাবে তিনি স্লিপ ফিল্ডারের জায়গাটি খুঁজে পেয়েছিলেন। তিনি বলেন, সিনিয়ররা জানতে চাইতেন ওভারে আর কয়টি বল বাকি আছে। সঠিক উত্তর দিতে পারলে তারা ২০ পেন্স (পেনি) দিতেন। এভাবে মনোযোগ বাড়াতে বাড়াতে স্লিপে তাঁর জায়গাটা পাকা হয়ে যায়।

ইংল্যান্ডের প্রথম ইনিংসকে ৩৮৭ রানে আটকে দিতে দারুণ ভূমিকা রাখেন জশপ্রিত বুমরাহ। ৭৪ রানে ৫ উইকেট নিয়ে তিনি লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লেখান। এটি তাঁর ক্যারিয়ারের ১৫তম ফাইফার, যা ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ।

তবে সবচেয়ে বড় রেকর্ডটি হলো বিদেশের মাটিতে এটি বুমরাহর ১৩তম ফাইফার, যা ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কপিল দেবের ১২টি ফাইফারকে ছাড়িয়ে গেছে।

এছাড়া, উইকেটকিপার-ব্যাটার হিসেবে ২১ ইনিংসেই দ্রুততম ১ হাজার রান করার যৌথ রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জেমি স্মিথ (৫১ রান)। এই রেকর্ডে তার সঙ্গী দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন