- ১৩ অক্টোবর, ২০২৫
রাশিয়া ও বেলারুশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাপাদ-২০২৫’ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় সেনারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টাস জানায়, মহড়ায় ভারতের ৬৫ জন সেনা সদস্য উপস্থিত ছিলেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।
মহড়ার অংশ হিসেবে রাশিয়া ও বেলারুশ কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার অনুশীলন করেছে। একই সঙ্গে গত বছর ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়। এ ঘটনাকে ইউরোপের জন্য সরাসরি বার্তা হিসেবে দেখছেন পশ্চিমা সামরিক বিশ্লেষকরা।
এটি ভারতের প্রথম অংশগ্রহণ নয়। ২০২১ সালেও রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে অনুষ্ঠিত মহড়ায় সন্ত্রাসবিরোধী ও প্রচলিত যুদ্ধ কৌশলের অনুশীলনে যোগ দিয়েছিল ভারত। তবে এবারের মহড়া অনুষ্ঠিত হলো এমন এক সময়ে, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক চাপে পড়েছে।
ওয়াশিংটনের সঙ্গে ভারতের বাণিজ্যিক দ্বন্দ্বও তীব্র হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক ও ভারতের রাশিয়া থেকে তেল কেনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে জটিল করে তুলেছে।
অন্যদিকে, বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুশীলন হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো বলেছেন,
“আমরা সব ধরনের অস্ত্র ব্যবহার অনুশীলন করছি—ছোট আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে পারমাণবিক ওয়ারহেড পর্যন্ত। এগুলো যদি বেলারুশে থাকে, তবে সেগুলোর ব্যবহারেও আমাদের দক্ষ হতে হবে।”
বিশ্লেষকদের মতে, এই মহড়ার মাধ্যমে মস্কো ইউরোপে ভয় সৃষ্টির কৌশল নিয়েছে, যা ইতোমধ্যেই ন্যাটো ও প্রতিবেশী দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে।
সুত্রঃ আল জাজিরা