Tuesday, October 14, 2025

রাশিয়া-ইউক্রেন সংঘাতে মৃত্যুমিছিল, শান্তিচেষ্টায় বাড়ছে কূটনৈতিক চাপ


ছবিঃ সোচির বাইরের একটি তেল ডিপোতে আগুন নেভাচ্ছেন ফায়ারফাইটাররা, ইউক্রেনের ড্রোন হামলার পর (সংগৃহীত । হ্যান্ডআউট/ সোচি মেয়র আন্দ্রে প্রোশুনিনের টেলিগ্রাম অ্যাকাউন্ট/ এএফপি)

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতে রবিবার ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন, জানিয়েছেন ওই এলাকার গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে।

একই সময়ে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের সোচিতে ইউক্রেনের ড্রোন হামলায় একটি তেল ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ক্রাসনোদার গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, ১২০ জন ফায়ারফাইটার দিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়। ওই সময় সোচি বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়েছে, যার মধ্যে রয়েছে রিফাইনারি, বিমানবন্দর ও ইলেকট্রনিক্স কারখানা। রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি আগুন লাগেছে।

রাশিয়ার এক হাতিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণের মাইকোলাইভ শহরে সাতজন আহত ও বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, জানিয়েছেন মেয়র ওলেক্সান্দ্র সেনকেভিচ।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, রাশিয়া ৭৬টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যার মধ্যে ৬০টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত হয়েছে। তবে ১৬টি ড্রোন ও ৬টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আটটি স্থানে আঘাত করেছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ক্রাসনোদার অঞ্চলে একটি এবং কালো সাগরে ৬০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার পর রাশিয়ার সঙ্গে ১,২০০ বন্দির বিনিময় চুক্তি হয়েছে। বন্দিদের তালিকা তৈরির কাজ চলছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেলেনস্কি জানিয়েছেন, আনাতোলি ক্রাইভোনোজকোকে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার পদে নিয়োগ দিয়েছেন, যিনি প্রায় এক বছর ধরে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানিয়েছেন, ইউক্রেন তিনটি নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তুত করেছে, যার মধ্যে রয়েছে রাশিয়ার তেল ট্যাঙ্কারের ক্যাপ্টেনদের ওপর নিষেধাজ্ঞা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন