Tuesday, October 14, 2025

পাকিস্তানের কাছে সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ, শেষ ওভারে জয় ছাড়া গেল ক্যারিবীয়দের


ছবিঃ পাকিস্তান দল (সংগৃহীত)

ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ১৩ রানে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৫ রান, তবে হাসান আলীর প্রথম দুই বলে ডট ও ক্যাচ আউট হওয়ায় আশা শেষ হয়ে যায় ক্যারিবীয়দের। শেরফান রাদারফোর্ড ৫১ রান করলেও শেষ ওভারে বাউন্ডারি করার সুযোগ পাননি। গুড়াকেশ মোতি চার এবং ছয় মেরে কিছুটা রানের গতি বাড়ালেও জয় এনে দিতে পারেননি।

পাকিস্তানের জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ও হারিস রউফ। সুফিয়ান মুকিম ৪ ওভারে মাত্র ২০ রানে ১ উইকেট নিয়েছেন এবং বিশেষ করে মধ্য ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভুগিয়েছেন। হারিস রউফ ১৯তম ওভারে মাত্র ১৩ রান দেন।

পাকিস্তান টসে জিতে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের অবিচ্ছিন্ন ১৩৬ রানের জুটিতে শক্তিশালী শুরু পায়। ফারহান ৫৩ বলে ৭৪ ও সাইম ৪৯ বলে ৬৬ রান করেন। শেষ দিকে হাসান নেওয়াজ ও খুশদিল শাহ যথাক্রমে ১৫ ও ১১ রান যোগ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

  • পাকিস্তান: ২০ ওভারে ১৮৯/৪ (ফারহান ৭৪, সাইম ৬৬, হাসান ১৫; চেজ ১/৩১, হোল্ডার ১/৩৪)

  • ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৬ (অ্যাথানাজে ৬০, রাদারফোর্ড ৫১, অ্যান্ড্রু ২৪; মুকিম ১/২০, নেওয়াজ ১/৩৩)

ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সাহিবজাদা ফারহান, আর ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নেওয়াজ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন