- ১৩ অক্টোবর, ২০২৫
পর্তুগিজ ক্লাব পোর্তোর হৃদয়গ্রাহী শিবিরে নতুন একটি শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৫ আগস্ট) ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক জর্জ কস্তা।
২০০৪ সালে হোসে মরিনহো কোচিং করার সময়ে তার নেতৃত্বে পোর্তো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল। এই ডিফেন্ডার পর্তুগিজ জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন এবং ইংল্যান্ডের প্রিমিয়ার লিগেও খেলেছেন। ২০০১-০২ মৌসুমে চার্লটনে একটি সিজন খেলা কস্তা ২০০৬ সালে তার খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন।
খেলোয়াড়ি ক্যারিয়ারের পর তিনি কোচিং নিয়েও সাফল্য অর্জন করেন এবং ১৬টি ক্লাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ পোর্তোর পেশাদার ফুটবল পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি, যেখানে ট্রেনিং সেন্টারে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
পোর্তো ক্লাব জানায়, “জর্জ কস্তা মাঠের ভেতর ও বাইরে ক্লাবের মূল্যবোধ যেমন নিষ্ঠা, নেতৃত্ব, আবেগ ও বিজয়-স্পৃহা ফুটিয়ে তুলেছিলেন, যা সমর্থকদের একাধিক প্রজন্মে প্রভাব ফেলেছে।”
এই গ্রীষ্মেই পোর্তো তার সাবেক দুই খেলোয়াড় ডিয়োগো জোতা ও আন্দ্রে সিলভার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারিয়েছে, এবার তৃতীয় অপ্রত্যাশিত মৃত্যু এই ক্লাবের শিবিরে আরও শোকের ছায়া ফেলেছে।
হোসে মরিনহো, যিনি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পোর্তোর কোচ ছিলেন, এক সংবাদ সম্মেলনে কস্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “যদি সে এখন আমার সঙ্গে কথা বলত, বলত ‘তুমি তোমার কাজ করো, ম্যাচ জিতো, আমাকে ভুলে যাও।’ আমি চেষ্টা করব কাজ শেষ করে কাঁদব।”
কস্তা পোর্তোর অ্যাকাডেমি থেকে উঠে ক্লাবের হয়ে ৩২৪ ম্যাচ খেলেছেন এবং ২০০৫ সালে ক্লাব ছাড়ার আগে ২৪টি ট্রফি জেতেন, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা কাপ এবং আটটি প্রিমেইরা লিগা শিরোপা।
পোর্তো ফুটবলের এই কিংবদন্তির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।