Friday, December 5, 2025

পেশোয়ারে এফসি সদর দফতরে আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে তিন


ছবিঃ উদ্ধারকর্মীরা পেশোয়ারের আত্মঘাতী হামলার ঘটনাস্থল পরিদর্শন করছেন (সংগৃহীত । আল জাজিরা । এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদর দফতরে সংঘটিত আত্মঘাতী হামলায় কমপক্ষে তিন নিরাপত্তাকর্মী নিহত ও বহুজন আহত হয়েছেন। সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, তিনজন আত্মঘাতী হামলাকারী এফসি কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করলে প্রথম ব্যক্তি গেটের কাছে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গেটে অবস্থানরত তিন এফসি সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বাকি দুই হামলাকারী ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।

পেশোয়ার পুলিশ প্রধান মিয়ান সাঈদ আহমদ জানান, সকালে ড্রিল-প্যারেড চলাকালীন হামলা হওয়ায় ভেতরে অন্তত কয়েকশ নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। তবে দ্রুত প্রতিরোধ গড়ে তোলার কারণে হামলাকারীরা প্যারেড এলাকায় পৌঁছাতে পারেনি, নতুবা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।

হামলার পর কমপ্লেক্সঘেঁষা ঘনবসতিপূর্ণ এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণে আশপাশে থাকা কমপক্ষে ছয়জন সাধারণ নাগরিকও আহত হন। তাদের শহরের লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা এখন স্থিতিশীল।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সংঘটিত একাধিক হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–কে দায়ী করা হয়ে আসছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর টিটিপির কার্যক্রম আরও বেড়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।”

রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান এবং এফসি সদস্যদের সাহসিকতার প্রশংসা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন