Tuesday, October 14, 2025

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করলেন খামেনি


ছবিঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত । আল জাজিরা )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঘোষণা করেছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না। খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে “সম্পূর্ণ বিফল” হিসেবে অভিহিত করেছেন। এই মন্তব্য আসছে যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনের (UNGA) পাশ্ববর্তী বৈঠকে কূটনীতিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের (E3) কূটনীতিকদের এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি প্রধান কাজা কালাস-এর সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

খামেনি বলেছেন, “যুক্তরাষ্ট্র আগেই আলোচনার ফলাফল ঘোষণা করেছে। এটি পারমাণবিক কার্যক্রম ও সমৃদ্ধকরণের বন্ধ। এটি কোনো আলোচনা নয়, এটি আদেশ ও চাপের কৌশল।”

ইউরোপীয় দেশগুলো বলেছে, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, জাতিসংঘের পরিদর্শকদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিলে এবং তার অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব দিলে তারা নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াতে প্রস্তুত।

এদিকে, আল জাজিরার প্রতিবেদক জানান, ইউএনজিএ এর পাশ্ববর্তী বৈঠকে তেমন কোনো প্রগতি হয়নি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী যোহান ওয়াডেফুল জানিয়েছেন, “এটি বিশেষভাবে ভালোভাবে শেষ হয়নি।”

সুত্রঃ আল জাজিরা 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন