- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
পার্থ ও ব্রিসবেনের পর অ্যাডিলেড টেস্টেও জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের আরও চারটি উইকেট শিকার করলেই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেবে প্যাট কামিন্সের দল। এই টেস্টে জয় নিশ্চিত হলে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ ধরে রাখবে স্বাগতিকরা।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৩৪৯ রানে গুটিয়ে যায়। আগের দিন চার উইকেটে ২৭১ রান নিয়ে খেলা শেষ করলেও চতুর্থ দিনের সকালে মাত্র ১৮ ওভার টিকতে পারে তারা। ট্রাভিস হেড আগের দিনের ১৪২ রানের সঙ্গে আরও রান যোগ করে ১৭০ রানে আউট হন। অ্যালেক্স ক্যারিও শেষ পর্যন্ত ৭২ রান করে সাজঘরে ফেরেন।
৪৩৫ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই অধিনায়ক প্যাট কামিন্স বেন ডাকেটকে ফিরিয়ে দেন। এরপর দশম ওভারে ওলি পোপকে বিদায় করেন তিনি, যাঁর ক্যাচটি স্লিপে লুফে নেন মার্নাস লাবুশেন। এ ম্যাচে অধিনায়ক হিসেবে এটি ছিল কামিন্সের ১৫০তম টেস্ট উইকেট।
তবে ধাক্কার মধ্যেও ইংল্যান্ডের হয়ে দৃঢ়তা দেখান জ্যাক ক্রলি। টেস্টে ওপেনার হিসেবে নিজের শততম ইনিংসে তিনি খেলেন ১৫১ বলে ৮৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ক্রলি তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ৭৮ এবং চতুর্থ উইকেটে হ্যারি ব্রুকের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
কিন্তু নাথান লায়নের অফ স্পিনে হ্যারি ব্রুক বোল্ড হয়ে ফেরার পর ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধীরে ধীরে ভেঙে পড়ে। চতুর্থ উইকেট পতনের সময় স্কোর ছিল ৪৭ ওভারে ১৭৭ রান।
দিনের শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তুলতে সক্ষম হয়। ম্যাচ জিততে এখনও তাদের প্রয়োজন ২২৮ রান, হাতে আছে মাত্র চারটি উইকেট। ফলে পঞ্চম দিনে অস্ট্রেলিয়াই রয়েছে স্পষ্টভাবে এগিয়ে।