Friday, December 5, 2025

অটোপেন স্বাক্ষর ‘অকার্যকর’ ঘোষণা করলেন ট্রাম্প, অসাংবিধানিক দাবি আইন বিশেষজ্ঞদের


ছবিঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫-এ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল ওয়াক অব ফেমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর লিখছে এমন একটি অটোপেনের ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতির পাশে প্রদর্শিত হয়েছে। (সংগৃহীত । আল জাজিরা । কেভিন লামার্ক/রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত যেসব ক্ষমাপত্র, কমিউটেশন বা নির্বাহী আদেশ অটোপেন ব্যবহার করে সই করা হয়েছিল সেগুলো ‘অকার্যকর’ ঘোষণা করেছেন। মঙ্গলবার রাতে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে দাবি করেন, অটোপেনের মাধ্যমে স্বাক্ষরিত সব সরকারি নথি “সম্পূর্ণরূপে বাতিল”।

ট্রাম্প লিখেছেন, “জোসেফ আর. বাইডেন জুনিয়র প্রশাসনকালে অটোপেন দিয়ে সই করা যেকোনো নথি, নির্দেশ, ঘোষণা বা চুক্তি আর বৈধ নয়।” তিনি আরও বলেন, এসব নথি যাঁরা পেয়েছেন, তাঁদের “এগুলোকে বাতিল হিসেবে বিবেচনা করতে হবে।”

ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার পরই যুক্তরাষ্ট্রের সংবিধান বিশেষজ্ঞরা জানান, প্রেসিডেন্ট হিসেবে তাঁর এ ধরনের ক্ষমা বা দণ্ড লাঘবের সিদ্ধান্ত বাতিল করার কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংবিধান গবেষক বার্নাডেট মিলার আল জাজিরাকে বলেন, বাইডেনের দেওয়া ক্ষমাপত্র বা সাজার রদবদল চূড়ান্ত এবং তা ফিরিয়ে নেওয়ার কোনো আইনি কাঠামো নেই।

মার্কিন আইনে স্পষ্ট বলা আছে একবার ক্ষমা কার্যকর হলে তা পুনরায় বাতিল করা যায় না। এমনকি ১৮৬৯ সালের আদালতের এক রায়ে বলা হয়, ক্ষমা একবার প্রদান হলে তা স্থায়ী।

বাইডেনের চার বছর মেয়াদে তিনি রেকর্ড সংখ্যক ৪,২০০–র বেশি দণ্ড লাঘব করেছেন। যদিও ব্যক্তিগত ক্ষমা খুব কম দিয়েছেন, তিনি ‘পর্দন বাই প্রোক্লেমেশন’ নামে বিশেষ ধরনের ঘোষণা দিয়ে বিভিন্ন শ্রেণির নাগরিককে ক্ষমা দিয়েছেন যেমন সমকামী সম্পর্কের কারণে শাস্তিপ্রাপ্ত সাবেক সেনাসদস্য বা ক্ষুদ্র পরিসরের গাঁজাসংক্রান্ত অপরাধে দণ্ডপ্রাপ্তরা।

তবে কোন কোন নথিতে তিনি অটোপেন ব্যবহার করেছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি।

ট্রাম্পের দাবি জানুয়ারি ৬ ক্যাপিটল দাঙ্গা তদন্তকারী কিছু রিপাবলিকান নেতাকে বাইডেন যে “আগাম ক্ষমা” দিয়েছেন, সেগুলো অটোপেনে সই করা। এই ব্যক্তিদের তিনি “প্রতিদ্বন্দ্বী পক্ষের সহযোগী” বলে আখ্যা দেন। তবে এসব ক্ষমা বাইডেন অটোপেনে সই করেছেন কি না এটিরও কোনো সরকারি নিশ্চিত তথ্য নেই।

বাইডেন প্রথম নন মার্কিন ইতিহাসজুড়ে অটোপেন বা অনুরূপ যন্ত্র ব্যবহারের বহু নজির রয়েছে। থমাস জেফারসনের “পলিগ্রাফ” থেকে শুরু করে জন এফ কেনেডি ও বারাক ওবামা অনেক প্রেসিডেন্টই বিশেষ প্রয়োজনে স্বাক্ষরের জন্য প্রযুক্তি ব্যবহার করেছেন। মার্কিন বিচার বিভাগ ১৯২৯ ও ২০০৫ সালে দুটি মতামতে বলেছে প্রেসিডেন্টের নিজের হাতে সই করা বাধ্যতামূলক নয়।

আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের ঘোষণা মূলত রাজনৈতিক বক্তব্য এর কোনো আইনি প্রভাব নেই। বাইডেনের অটোপেন-সই করা সব ক্ষমা, কমিউটেশন বা নথি আগের মতোই বৈধ ও কার্যকর থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন