- ১৩ অক্টোবর, ২০২৫
দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে উম্ম আল-খাইর গ্রামে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি শিক্ষক ও কর্মী আওদাহ হাতালিন নিহত হয়েছেন। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সাংবাদিকরা এই হত্যার তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আওদাহ হাতালিন ছিলেন দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা অঞ্চলের একজন পরিচিত সামাজিক কর্মী। এই অঞ্চলেই ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ নিয়ে নির্মিত অস্কারজয়ী প্রামাণ্যচিত্র No Other Land-এ অংশ নিয়েছিলেন তিনি।
চলচ্চিত্রটির আরেক পরিচালক এবং ফিলিস্তিনি সাংবাদিক বাসেল আদরা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন,
“আমার প্রিয় বন্ধু আওদাহকে আজ রাতে হত্যা করা হলো। তিনি তার গ্রামের কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন এক ইসরায়েলি বসতি স্থাপনকারী তাকে গুলি করে হত্যা করে।”
চলচ্চিত্রটির সহ-পরিচালক ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম জানিয়েছেন,
“আওদাহ ছিলেন মাসাফের ইয়াত্তায় No Other Land চলচ্চিত্র তৈরিতে আমাদের সবচেয়ে বড় সহায়তাকারী। এই হত্যাকাণ্ড পরিকল্পিত বর্বরতা।”
আব্রাহাম একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন,
“ভিডিওতে যে গুলি চালাচ্ছে, তাকে স্থানীয়রা চিহ্নিত করেছে ইনোন লেভি হিসেবে, যিনি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আছেন।”
ইসরায়েলি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে,
“কারমেল (অবৈধ ইসরায়েলি বসতি) সংলগ্ন এলাকায় একটি ঘটনার তদন্ত চলছে। এক ইসরায়েলি নাগরিককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়।”
মাসাফের ইয়াত্তা অঞ্চলকে ফিলিস্তিনি বাসিন্দাদের কাছ থেকে উচ্ছেদ করে সামরিক অনুশীলন ক্ষেত্র হিসেবে ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।