- ১৩ অক্টোবর, ২০২৫
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ওয়াসিম আকরাম জাতীয় টি-টোয়েন্টি দলে বাবর আজমকে পুনরায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, বাবরের অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা বিশেষ করে কঠিন রান তাড়ায় দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
এক ভারতীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাৎকারে আকরাম বলেন, “ভাবুন তো, যদি ১৫০ বা ১৬০ রান কঠিন উইকেটে তাড়া করতে হয়—সেক্ষেত্রে বাবরের উপস্থিতি খুবই কার্যকর হতে পারে। খেলার ধরণ কিছুটা বদলাতে হতে পারে, তবে এমন পরিস্থিতিতে বাবরের মতো ব্যাটার অপরিহার্য।”
বাবর আজম বর্তমানে টি-টোয়েন্টি দলের বাইরে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে সিরিজের পর থেকেই তাকে দলে রাখা হয়নি। চলমান এশিয়া কাপেও নির্বাচকেরা তাকে সুযোগ দেননি, তারা আগামী বছরের বিশ্বকাপের জন্য নতুন খেলোয়াড়দের পরীক্ষা করছেন।
আকরাম বলেন, “বাবর আর রিজওয়ানকে ওপেনার হিসেবে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে। তারা ভালো খেলেছে, তবে ধারাবাহিকতা প্রত্যাশা অনুযায়ী আসেনি। তাই নির্বাচকেরা নতুন প্রতিভাদের সুযোগ দিচ্ছেন।”
তবে আকরাম বর্তমান দলের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তিনি অধিনায়ক সালমান আলি আঘারের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “এই খেলোয়াড়দের শীর্ষ দলগুলোকে হারানোর ক্ষমতা আছে।” এছাড়াও তিনি নির্বাচকদের দূরদর্শিতার প্রশংসা করেছেন।