- ১৩ অক্টোবর, ২০২৫
অস্ট্রেলিয়ার ওভাল টেস্টে ভারতের পেসাররা অসাধারণ বোলিং করে সিরিজ রক্ষা করায় প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার সাব্বির আহমেদ খান। সাব্বির দাবি করেছেন, ওভাল টেস্টের শেষ দিনে ভারতীয় পেসাররা বলের ওপর ভেসলিন মাখিয়েছিলেন, যা আইসিসির তদন্তের দাবি জানিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।
সাব্বিরের মতে, বল ৮০ ওভারের পরও এতটা চকচকে থাকা স্বাভাবিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, “আমার ধারণা ভারত বলটাতে ভেসলিন ব্যবহার করেছে। না হলে এতক্ষণ পরও বল কেন এমন চকচকে থাকবে? আম্পায়ারদের উচিত বলটাকে ল্যাবরেটরিতে পাঠানো।”
ওভাল টেস্টের শেষ দিনে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের দাপুটে বোলিং ইংল্যান্ডের শেষ চার ব্যাটসম্যানকে পরাজিত করে সিরিজে জয় নিশ্চিত করেছিল। তবে সিরাজের এই দুর্দান্ত বোলিং দেখে সাব্বিরের অভিযোগে অনেক নেটিজেন মজা করেছেন এবং তাদের কমেন্টে এসেছে, “এই জন্যই ক্রিকেটে পড়াশোনা প্রয়োজন।”
২০০৭ সালে পাকিস্তানের জার্সিতে শেষ টেস্ট খেলা সাব্বির আহমেদ ক্রিকেট বিশ্বে সতর্কতা তোলার পাশাপাশি আইসিসির নিকট বিষয়টি তদন্তের অনুরোধ করেছেন। ক্রিকেটাঙ্গনে তার এই মন্তব্যকে নিয়ে এখন গুঞ্জন উঠেছে।