Friday, December 5, 2025

নর্ড স্ট্রিম বিস্ফোরণ: ইউক্রেনের কুজনিয়েটসভকে জার্মানিতে প্রত্যর্পণে ইতালির অনুমোদন


ফাইল ছবি: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৬ মাইল) উত্তর-পশ্চিমে পোর্টোভায়া উপসাগরে নর্ড স্ট্রিম পাইপলাইন নির্মাণস্থলে এক রাশিয়ান নির্মাণকর্মী, ২০১০। (সংগৃহীত । আল জাজিরা । দিমিত্রি লোভেতস্কি/এপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

ইতালির সর্বোচ্চ আদালত জার্মানির অনুরোধে ইউক্রেনের নাগরিক সের্হিই কুজনিয়েটসভকে (৪৯) প্রত্যর্পণের অনুমতি দিয়েছে। ২০২২ সালের নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় এই ব্যক্তি সমন্বয়কারী হিসেবে জড়িত ছিলেন বলে সন্দেহ করছে জার্মান কর্তৃপক্ষ।

কুজনিয়েটসভ অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেন, তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা এবং ঘটনার সময় ইউক্রেনেই ছিলেন। তাঁর আইনজীবী নিকোলা কানেস্ত্রিনি জানিয়েছেন, রায় অনুমোদিত হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে জার্মানির হাতে তুলে দেওয়া হবে।

গত মাসে জার্মানির গ্রেপ্তারি পরোয়ানায় কিছু ত্রুটি থাকার কারণে ইতালি প্রথমে তাঁর প্রত্যর্পণ স্থগিত করেছিল। পরে কোর্ট অব ক্যাসেশন তা বাতিল করে পুনরায় প্রত্যর্পণের নির্দেশ দেয়।

কুজনিয়েটসভকে গত আগস্টে ইতালির রিমিনি শহরে ছুটিতে থাকা অবস্থায় ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়। এরপর থেকেই তিনি আইনি লড়াই চালিয়ে আসছেন।

জার্মান প্রসিকিউটরদের দাবি, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে কুজনিয়েটসভ একটি ইয়ট ভাড়া নেন এবং সেখান থেকে ডেনমার্কের বর্নহোম দ্বীপের কাছে সাগরতলে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেন।

তদন্ত নথি অনুযায়ী, তিনি ১৪ থেকে ২৭ কেজি বিস্ফোরক দিয়ে কমপক্ষে চারটি বোমা ৭০–৮০ মিটার গভীরে স্থাপন করেছিলেন।

বিস্ফোরণে নর্ড স্ট্রিম ১ এবং নর্ড স্ট্রিম ২—উভয় পাইপলাইনে মারাত্মক ক্ষতি হয়। গ্যাস পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে ইউরোপজুড়ে জ্বালানি সরবরাহে সংকট দেখা দেয়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চিঠি দিয়ে প্রত্যর্পণ বন্ধের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, যদি কুজনিয়েটসভ ঘটনাকালে ইউক্রেনের সেনাবাহিনীর দায়িত্বে থাকেন, তবে আন্তর্জাতিক আইনে তাঁর “কার্যগত দায়মুক্তি” থাকতে পারে।

আইনজীবী কানেস্ত্রিনি বলেছেন, “হতাশা সত্ত্বেও আমি এখনও বিশ্বাস করি, জার্মান আদালতে পূর্ণ বিচার শেষে তিনি খালাস পাবেন।”

কুজনিয়েটসভ দোষী প্রমাণিত হলে জার্মানিতে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। তিনি বর্তমানে ইতালির একটি উচ্চ নিরাপত্তার কারাগারে বন্দি এবং সম্প্রতি কারাবস্থার প্রতিবাদে অনশনও করেছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন