- ১৩ অক্টোবর, ২০২৫
আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার
নেপালে তরুণদের মধ্যে জনপ্রিয় জেন-জি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি-র বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণে অসন্তোষ প্রকাশ করে জেন-জি গ্রুপের নেতা সুদান গুরুং এর অনুসারীরা এ আন্দোলনে অংশ নেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কার্কির পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং নতুন নিয়োগের বিরোধিতা করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তাদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে, ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিরোধিতা করে আসছিলেন তারা। গুরুং পূর্বেই সতর্ক করেছিলেন যে, যদি তাদের উদ্বেগ উপেক্ষা করা হয়, তবে তারা সরকারবিরোধী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
বিক্ষোভস্থলে জড়ো হওয়া কর্মীরা বলেন, “আমরা অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত চাই। জনগণের মতামত উপেক্ষা করে গোপনে মন্ত্রী নিয়োগ গ্রহণযোগ্য নয়।”
এদিকে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ বিক্ষোভ নেপালের অন্তর্বর্তী সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: সেতোপতি, বিজনেস স্ট্যান্ডার্ড