- ১৩ অক্টোবর, ২০২৫
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেই ম্যাচগুলো আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আপাতত নেপালের বিপক্ষে না খেলে ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ার মতো দেশের সঙ্গে ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে। এ বিষয়ে নেপাল ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে বলে ফুটবল অঙ্গনে গুঞ্জন উঠেছে।
তবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আপাতত এমন কোনো সিদ্ধান্ত হয়নি এবং বাফুফের কাছে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষেই ম্যাচ হওয়ার কথা রয়েছে। নতুন কোনো সিদ্ধান্তের কথা তিনি জানেন না।
অন্যদিকে, নেপালের সাংবাদিক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। একটি সূত্রের দাবি, বাফুফে চাইছে সাফের বাইরের কোনো দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে।
আরেকটি সূত্র থেকে জানা গেছে, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে নেপাল সফরে রয়েছেন, যা এই আলোচনার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল দল আদৌ নেপালের বিপক্ষে মাঠে নামবে, নাকি নতুন কোনো প্রতিপক্ষের মুখোমুখি হবে, তা জানতে অপেক্ষা করতে হবে বাফুফের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।