- ১৩ অক্টোবর, ২০২৫
ইনজুরি থেকে ফিরে আবারও ঝলক দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। গত সপ্তাহে প্রীতি ম্যাচে গোল ও অ্যাসিস্টের পর এবার ব্রাজিলিয়ান লিগ সিরি-আ'তে তার একমাত্র গোলে শক্তিশালী ফ্ল্যামেঙ্গোকে হারিয়েছে সান্তোস। এই জয়ের ফলে নেইমারের ছন্দময় প্রত্যাবর্তন আরও স্পষ্ট হলো।
কিছুদিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলে আসা ফ্ল্যামেঙ্গো বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকলেও, গতকালের ম্যাচে তাদের ৭০ শতাংশ বল পজেশন ছিল। তারা ১০টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখলেও কোনো গোল আদায় করতে পারেনি। অন্যদিকে, সান্তোস ৮টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রেখেই মূল্যবান ৩ পয়েন্ট নিশ্চিত করে, যার মূল কারিগর ছিলেন নেইমার।
ম্যাচের প্রথমার্ধেই নেইমার গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু ডেভিড ওয়াশিংটন সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে বিরতির পর নেইমারকে দেখা গেল তার পুরোনো ছন্দে। ম্যাচের ৮৪তম মিনিটে আসে সেই বহু আকাঙ্ক্ষিত গোল। সতীর্থের পাস পেয়ে বক্সের ভেতর ফ্ল্যামেঙ্গো ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ দক্ষতায় বল জালে পাঠান নেইমার। ২০১৩ সালের পর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে এটাই ছিল তার প্রথম গোল। এই নিয়ে তিনি সান্তোসের হয়ে চলতি মৌসুমে ১৩ ম্যাচে চতুর্থ গোল করলেন।
নেইমারের জন্য আরও একটি স্বস্তির খবর হলো, তিনি পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। ব্রাজিল জাতীয় দলে ফেরার জন্য নিজেকে পুরোপুরি ফিট এবং ম্যাচ খেলার উপযোগী প্রমাণ করতে হবে তাকে। পেশাদার ক্যারিয়ারে নেইমার এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৭০০ গোলে অবদান রেখেছেন, যার মধ্যে গোল করেছেন ২৫৭টি এবং অ্যাসিস্ট করেছেন ৪৪৩টি।