- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দল রোববার থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠার সুযোগ নিশ্চিত করেছে। একই সঙ্গে নিশ্চিত হলো অন্তত ব্রোঞ্জ পদকও, যা দেশের কাবাডি ইতিহাসে একটি গৌরবময় মুহূর্ত।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কোর্টে উচ্ছ্বাসে আত্মহারা রুপালি-বৃষ্টির খেলোয়াড়রা লাল-সবুজ পতাকা হাতে প্রদক্ষিণ করে দর্শকদের অভিবাদনের জবাব দেন। এটি বাংলাদেশের প্রথমবারের নারী কাবাডি বিশ্বকাপে অন্তত ব্রোঞ্জ পদক জয়ের উদ্যাপন।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দলের রেইডার শ্রাবণী মল্লিক হঠাৎ চোট পান এবং কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন। তবে দ্রুত সুস্থ হয়ে তিনি দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আসেন এবং একের পর এক রেইডে দলের পয়েন্ট বাড়িয়ে দলকে জয়ে নেতৃত্ব দেন। বিরতির আগে এক রেইডে দুই পয়েন্ট পাওয়ায় ব্যবধান হয় ১৪-১২। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণাত্মক খেলা থাইল্যান্ডকে চরম প্রতিরোধ গড়তে দেয়নি।
বাংলাদেশের আগে গ্রুপপর্বে উগান্ডাকে ৫১-১৬ এবং জার্মানিকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়েছিল। ভারতকে ৩৪-২৯ পয়েন্টে হারার পর বাংলাদেশের এই সাফল্য বিশেষভাবে প্রশংসনীয়।
অন্যদিকে, ‘বি’ গ্রুপের রানার্সআপ ইরান নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালের পথে ভারত তাদের প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি হবে।
২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপে ভারত শিরোপা জিতেছিল। এবার বাংলাদেশ তার সর্বোচ্চ অর্জন হিসেবে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেছে, যা দেশের কাবাডি খেলায় নতুন ইতিহাস রচনা করছে।