Tuesday, October 14, 2025

ম্যানচেস্টার সিটির হালান্ড চ্যাম্পিয়ন্স লিগে ছুঁলেন ৫০ গোলের রেকর্ড


ফাইল ছবিঃ ম্যানচেস্টার সিটির হালান্ড (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড চ্যাম্পিয়ন্স লিগে এক নতুন রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার রাতে নাপোলির বিপক্ষে গোল করে মাত্র ৪৯ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হালান্ড। এই কীর্তি চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ৫০ গোল করার রেকর্ড।

এর আগে এই রেকর্ডটি রুদ ভ্যান নিস্টেলরয়ের নামে ছিল, যিনি ৬২ ম্যাচে ৫০ গোল করেছিলেন। লিওনেল মেসি ৬৬ ম্যাচে এই রেকর্ড স্পর্শ করেছিলেন, আর ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রয়োজন হয়েছিল ৯২ ম্যাচ। হালান্ডের এই অর্জনে কিলিয়ান এমবাপ্পেকে পিছনে ফেলে নতুন করে রেকর্ড বইয়ে নাম লেখিয়েছেন।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, “সংখ্যাগুলোই সব বলছে। আমরা ভাগ্যবান তাকে দলে পেয়ে। ভ্যান নিস্টেলরয়, লেভান্ডভস্কি, ক্রিস্টিয়ানো ও মেসি—এই তালিকায় হালান্ডের নাম ওঠা অবিশ্বাস্য।” তিনি আশা প্রকাশ করেন, হালান্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৪০ গোলের রেকর্ডও ভাঙতে সক্ষম হবেন।

হালান্ডের অসাধারণ ফর্ম চলছেই; নরওয়েতে ও ক্লাবে সাম্প্রতিক ম্যাচগুলোতেও তিনি গোলের মেশিন হিসেবে ছক্কা খেলছেন। নাপোলিকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি নতুন মৌসুমের ইউরোপীয় অভিযানের শুভ সূচনা করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন