- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ক্রিকেট দল গড়ে তুলেছে ৪৭৬ রানের বড় সংগ্রহ, যেখানে রেকর্ডগড়া সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম এবং ক্যারিয়ারের পঞ্চম শতক পূর্ণ করেন লিটন দাস।
দ্বিতীয় দিনের খেলা শুরু হলে মুশফিক শীর্ষ দেখান। হাম্প্রেসের বলে ১০৬ রানে আউট হওয়ার আগে লিটন দাসের সঙ্গে ১০৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তিনি দলের স্কোরকে শক্তিশালী করেন। মুশফিকের আউটের পর পঞ্চম উইকেটে স্কোর দাঁড়ায় ৩১০।
এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন লিটন দাস। আত্মবিশ্বাসী খেলায় তিনি ৮ চার ও ২ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেন, যা তার ক্যারিয়ারের পঞ্চম শতক হিসেবে ধরা হলো। লিটন দাসের সঙ্গে মিরাজ ১৩৩ রানের জুটি গড়ে, যেখানে মিরাজের অবদান ৪৭। তবে মিরাজ অযথা শট খেলার কারণে হোয়ের বলে আউট হন, এবং এই জুটির ইতি ঘটে।
এরপর মাত্র ৪ বলের মধ্যে লিটন দাসও পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ হয়ে ফিরে যান, যার ফলে সাত নম্বর উইকেটে স্কোর দাঁড়ায় ৪৩৩। শেষ দিকে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ স্কোরকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিতে পারেননি। তাইজুল হোয়ের বলে ৪ রান করে আউট হন, আর ইনিংসটি সমাপ্ত হয়।
ইতিমধ্যেই আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন সবচেয়ে সফল বোলার হিসেবে নিজের দ্বিতীয় পাঁচ উইকেটের রেকর্ড গড়েছেন। বাংলাদেশকে বড় সংগ্রহে পৌঁছে দিতে এই ব্যাটিং জুটি ও শক্তিশালী ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।