- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN স্পোর্টস ডেস্ক
চার সপ্তাহব্যাপী উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর আজ পর্দা নামছে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের। রোববার রাতে রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মরক্কো জাতীয় ফুটবল দল ও বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে আফ্রিকার ফুটবলপ্রেমীদের নজর এখন মরক্কোর রাজধানীতে। নিজ দেশের মাঠে খেলতে নামা মরক্কোর সামনে রয়েছে দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ, অন্যদিকে সেনেগাল চায় ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখতে।
ফাইনালের আগে সেনেগাল শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। দলটি ট্যাঞ্জিয়ার থেকে ট্রেনে করে রাবাতে পৌঁছালেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা, আবাসন ও অনুশীলন সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। সমর্থকদের টিকিট বরাদ্দ নিয়েও তারা প্রশ্ন তুলেছে, যা ফাইনালের আগে আলোচনার জন্ম দিয়েছে। এসব বিষয় সত্ত্বেও মাঠের খেলায় প্রভাব ফেলতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির খেলোয়াড়রা।
মাঠের লড়াইয়ে সেনেগালের বড় ভরসা তারকা ফরোয়ার্ড সাদিও মানে। টুর্নামেন্টজুড়ে তিনি সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছেন এবং সেমিফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গোলরক্ষক এদুয়ার মেন্ডি পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, আর মাঝমাঠে অভিজ্ঞতা যোগাচ্ছেন ইদ্রিসা গেয়। তবে কার্ডজনিত কারণে অধিনায়ক কালিদু কুলিবালি ও মিডফিল্ডার হাবিব দিয়ারার অনুপস্থিতি সেনেগালের জন্য বড় ধাক্কা।
মরক্কোর দলে এবারের আসরের সবচেয়ে উজ্জ্বল নাম ব্রাহিম দিয়াজ। টানা গোল করে তিনি দেশটির ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে। ইনজুরি কাটিয়ে পুরো ফিট হয়ে ওঠা আচরাফ হাকিমি রক্ষণ ও আক্রমণ—দুই দিকেই দলের শক্তি বাড়িয়েছেন। যদিও চোটের কারণে আজরেদ্দিন উনাহি ও রোমাঁ সাইসকে পাচ্ছে না স্বাগতিকরা, তবুও ঘরের মাঠে সমর্থকদের জোরালো উপস্থিতি তাদের বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পরিসংখ্যান বলছে, দুই দলই এসেছে শক্ত রক্ষণভিত্তিক ফুটবল খেলেই। সেনেগাল পুরো টুর্নামেন্টে খুব কম গোল হজম করেছে, আর মরক্কো এখন পর্যন্ত মাত্র একটি গোল খেয়েছে, সেটিও পেনাল্টি থেকে। অতীতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে মরক্কো এগিয়ে থাকলেও আফ্রিকা কাপের ফাইনালে এই প্রথমবার তারা একে অপরের প্রতিপক্ষ হচ্ছে।
সব মিলিয়ে আজকের ম্যাচ শুধু একটি ট্রফির লড়াই নয়, বরং মরক্কোর জন্য ইতিহাস বদলের সুযোগ এবং সেনেগালের জন্য আধিপত্য ধরে রাখার পরীক্ষা। ‘আটলাস সিংহ’ ও ‘তেরাঙ্গা সিংহ’-এর এই দ্বৈরথে শেষ পর্যন্ত কারা হাসবে, তা জানতে অপেক্ষা এখন শেষ বাঁশির।