Tuesday, October 21, 2025

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে হোঁচট খাচ্ছে বাংলাদেশ


ছবিঃ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

মিরপুরের উইকেটে স্পিনারদের সহায়তা পাওয়ার আশায় দ্বিতীয় ম্যাচের একাদশে স্পিনারদের অন্তর্ভুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ। মাঠে তার প্রতিফলনও দেখা যাচ্ছে—ক্যারিবীয় স্পিনারদের ঘূর্ণিতে ধুঁকছে বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংস শুরুতে ভালো শুরুর ইঙ্গিত থাকলেও মাত্র ৪১ রানে জোড়া উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে বাংলাদেশ। সাইফ হাসান ১৬ বলে ৬ রান এবং তাওহিদ হৃদয় ১৯ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ব্যাটাররা। তবে দলীয় ৬৮ রানে শান্ত ২১ বলে ১৫ রান করে আউট হন। একপাশ আগলে রেখে ইনিংস চালিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন সৌম্য সরকার ও মাহিদুল অঙ্কন।

তবে তারা ইনিংস বড় করতে পারেননি। অঙ্কন ৩৫ বলে ১৭ রান এবং সৌম্য ৮৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ের পর বাংলাদেশ চরম চাপের মধ্যে পড়েছে।

বাংলাদেশের ৫টি উইকেটই স্পিনারদের ঘূর্ণিতে তুলে নিয়েছেন ক্যারিবীয়ান বোলাররা। বিশেষভাবে আকিল হোসেন এবং অলিক অ্যাথানজে ২টি করে উইকেট নিয়ে দলের প্রভাবশালী বোলার হিসেবে অবদান রেখেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন