- ১৩ অক্টোবর, ২০২৫
ক্লাব বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পরিণত হলো দুঃস্বপ্নে। সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো আর্জেন্টাইন মহাতারকার দলটিকে।
রবিবার রাতে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মেসি মাঠে ছিলেন, তার পুরনো সতীর্থ সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবাও খেলেছেন। তবে তাদের উপস্থিতি দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। ম্যাচের শুরু থেকেই ইন্টার মায়ামি ছিল দিশেহারা। মাত্র ছয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা আরও তিনবার তাদের জাল কাঁপায়।
অনেকের কাছে এই ম্যাচটি ছিল মেসির সেই পিএসজির বিপক্ষে 'রিভেঞ্জ ম্যাচ', যেখান থেকে একসময় তাকে অপদস্থ হয়ে বিদায় নিতে হয়েছিল। ভক্তরা আশা করেছিলেন হয়তো মেসি তার সেরাটা দিয়ে পিএসজিকে জবাব দেবেন। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। পুরো ম্যাচে ইন্টার মায়ামির পারফরম্যান্স ছিল হতাশাজনক; তারা প্রতিপক্ষের পেছনে ছুটে বেড়িয়েছে এবং গোল ঠেকাতে ব্যর্থ হয়েছে।
এই ম্যাচের সবচেয়ে বড় সারসংক্ষেপ হলো – প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ম্যাচের মাত্র ছয় মিনিটেই জোয়াও নেভেস হেডে গোল করে পিএসজিকে এগিয়ে দেন। এরপর ৩৯ মিনিটে তারই দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধের শেষ দিকে, ম্যাচের ৪৪ মিনিটে ইন্টার মায়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেস একটি আত্মঘাতী গোল করে পিএসজির লিড আরও বাড়ান। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি, যা মায়ামির স্বপ্নকে কার্যত শেষ করে দেয়।