- ১৩ অক্টোবর, ২০২৫
রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। এই সময়টা কাটছে মূলত বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়ে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্থানীয় কিছু ম্যাচে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে দেখা গেলেও, এবার প্রথমবারের মতো তিনি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে।
বাংলাদেশি মালিকানাধীন দল আটলান্টা ফায়ার্স সাকিবকে দলে ভিড়িয়েছে ওয়াইল্ড কার্ড সুবিধায়। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি বিদেশি কোটায় খেলবেন। এর আগে একই দলে নাসির হোসেনও খেলেছিলেন এই কোটায়। যদিও মাইনর লিগ ক্রিকেট এখনো আইসিসির পূর্ণ অনুমোদন পায়নি, এটি মেজর লিগ ক্রিকেটের উন্নয়নমূলক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সপরিবারে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের স্ত্রী মার্কিন নাগরিক হলেও, তিনি নিজে এখনো নাগরিকত্ব নেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার পর এবার অবসর সময়ে মাইনর লিগের মঞ্চে নামতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
এবারের অংশগ্রহণ শুধু সাকিবের জন্যই নয়, বরং যুক্তরাষ্ট্রের ক্রিকেট অঙ্গনের জন্যও একটি বড় প্রাপ্তি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।