- ১১ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
রোববার শুরু হওয়া টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ব্যাটিং ছিল দৃঢ় ও শৃঙ্খলাপূর্ণ। ইমাম-উল-হক ও শান মাসুদের ১৬১ রানের দ্বিতীয় উইকেট জুটি এবং পরে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার অপরাজিত ১১৪ রানের ষষ্ঠ উইকেট জুটি তৈরি করে ৫ উইকেটে ৩১৩ রান সংগ্রহ করে পাকিস্তান।
দ্বিতীয় দিনে লাঞ্চের আগে শেষ পাঁচ উইকেট ১৬ রানে হারায় পাকিস্তান। কেউ সেঞ্চুরি করতে না পারলেও ইমাম-উল-হক ও সালমান আগা ৯৩ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক শান মাসুদ ৭৬ এবং মোহাম্মদ রিজওয়ান ৭৫ রানে আউট হন।
দক্ষিণ আফ্রিকার তিন স্পিনার—সেনুরান মুথুসামী, প্রেনেলান সুব্রায়েন ও সায়মন হারমার—মিলে ৯ উইকেট নেন, যার মধ্যে মুথুসামী একাই ৬ উইকেট নেন। বাকি একটি উইকেট নেন পেসার কাগিসো রাবাদা।
প্রথম দিনের শুরুতেই পাকিস্তানকে থামানোর চেষ্টা করেন রাবাদা। তবে শান মাসুদ ও ইমাম-উল-হক স্পিনারদের তীক্ষ্ণ আক্রমণকে কার্যকরভাবে মোকাবিলা করেন। দিনশেষে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা অপরাজিত থেকে পাকিস্তানকে ৩১৩/৫-এ পৌঁছে দেন।
দক্ষিণ আফ্রিকার ক্যাচ মিস এবং পাকিস্তানি ব্যাটসম্যানদের দৃঢ়তা প্রথম দুই দিনে ম্যাচের গতিপথ প্রভাবিত করেছে। বিশেষ করে স্পিনারদের টার্ন পরবর্তী দিনে আরও বিপজ্জনক হতে পারে, যা টেস্টের নির্ধারক ফ্যাক্টর হিসেবে কাজ করবে।