Monday, January 19, 2026

কুর্দি নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতির মাধ্যমে সিরিয়ার রাজনীতিতে ঐতিহাসিক মোড়


ছবিঃ আলেপ্পোর কুর্দি-অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় কুর্দি যোদ্ধা বলে জানা পুরুষদের বহনকারী একটি বাস ২০২৬ সালের ১০ জানুয়ারি এলাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিলে স্থানীয় বাসিন্দারা প্রতিক্রিয়া জানাচ্ছেন।(সংগৃহীত । আল জাজিরা । এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

দীর্ঘ গৃহযুদ্ধ ও সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে সিরিয়ায় কুর্দি জনগোষ্ঠীর জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এক সরকারি ডিক্রির মাধ্যমে কুর্দি ভাষাকে ‘জাতীয় ভাষা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং কুর্দি বংশোদ্ভূত সব সিরীয় নাগরিকের নাগরিকত্ব পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার জারি করা এই ডিক্রি আসে উত্তর সিরিয়ার আলেপ্পো শহরে ভয়াবহ সংঘর্ষের কয়েক দিনের মধ্যেই। গত সপ্তাহে সেখানে কুর্দি যোদ্ধা ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন। ওই সহিংসতার জেরে হাজার হাজার মানুষ কুর্দি নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন।

পরবর্তীতে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সরে গেলে আলেপ্পোর দেইর হাফের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সিরীয় সেনাবাহিনী। এতে সাময়িকভাবে সহিংসতা কমলেও দেশটির রাজনৈতিক ও জাতিগত বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নতুন ডিক্রিতে প্রথমবারের মতো কুর্দি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে। এতে বলা হয়েছে, আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাও সিরিয়ার জাতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কুর্দি ভাষা শিক্ষা দেওয়ার সুযোগ থাকবে। একই সঙ্গে ১৯৬২ সালে হাসাকা প্রদেশে পরিচালিত বিতর্কিত আদমশুমারির ফলে যেসব কুর্দিকে নাগরিকত্বহীন করা হয়েছিল, তাঁদের সবাইকে পুনরায় সিরীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

ডিক্রিতে আরও ঘোষণা করা হয়, কুর্দিদের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘নওরোজ’ হবে রাষ্ট্রীয় ছুটির দিন। জাতিগত বা ভাষাগত বৈষম্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় ভাষা ও বার্তা ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে।

উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি স্বায়ত্তশাসিত প্রশাসন এই সিদ্ধান্তকে “ইতিবাচক সূচনা” হিসেবে স্বাগত জানালেও একে যথেষ্ট বলে মনে করছে না। তাদের মতে, কুর্দি জনগণের প্রকৃত ও স্থায়ী অধিকার সাময়িক ডিক্রির মাধ্যমে নয়, বরং একটি স্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক সংবিধানের মাধ্যমেই নিশ্চিত হওয়া উচিত।

এদিকে শনিবার সিরীয় সেনাবাহিনী আলেপ্পোর উপকণ্ঠের দেইর হাফের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সেনাবাহিনীর দাবি, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সরে যাওয়ার পর সেখানে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

সংগঠনটির প্রধান মাজলুম আবদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও মিত্র দেশগুলোর আহ্বানে সাড়া দিয়ে তারা ইউফ্রেটিস নদীর পূর্বদিকে নিজেদের অবস্থানে ফিরে গেছে।

বিশ্লেষকদের মতে, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুরো সিরিয়ায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তবে তেলসমৃদ্ধ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি বাহিনীর প্রভাব, তুরস্কের কড়া আপত্তি এবং দীর্ঘদিনের পারস্পরিক আস্থাহীনতা এই প্রক্রিয়াকে জটিল করে তুলছে।

বিশেষ করে তুরস্ক কুর্দি নেতৃত্বাধীন বাহিনী ও তাদের রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-র সঙ্গে যুক্ত বলে মনে করে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।

সব মিলিয়ে, কুর্দি ভাষার জাতীয় স্বীকৃতি ও নাগরিকত্ব পুনর্বহাল সিরিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে দেশটির দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ যে এখনো বহু চ্যালেঞ্জে ভরা—সে বিষয়ে একমত অধিকাংশ বিশ্লেষক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন