- ১৩ অক্টোবর, ২০২৫
ইউক্রেন দাবি করেছে, তারা রাতে রাশিয়ার ক্রিমিয়ায় অবস্থিত কিরোভস্কে বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এতে রাশিয়ার বেশ কয়েকটি হেলিকপ্টার এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। সংস্থাটির মতে, ঘাঁটিটিতে রুশ বিমান পরিচালনাকারী ইউনিট, ড্রোন ও গোলাবারুদের গুদাম ছিল, যা ড্রোন হামলার মূল লক্ষ্য ছিল।
এসবিইউ আরও জানায়, এমআই-৮, এমআই-২৬ এবং এমআই-২৮ হেলিকপ্টার ছাড়াও পান্তসির-এস১ নামের ক্ষেপণাস্ত্র ও কামানভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। হামলার পর সারা রাত ঘাঁটিটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসবিইউ বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল রাশিয়ার সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি ঠেকানো। তাদের ভাষায়, “শত্রুকে বুঝতে হবে, ব্যয়বহুল সামরিক সরঞ্জাম কিংবা গোলাবারুদ কোথাও নিরাপদ নয়—যুদ্ধে, ক্রিমিয়ায় বা এমনকি পেছনের ঘাঁটিতেও না।”
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তারা ক্রিমিয়ার আকাশে ৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনের ওদেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানান, একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় কয়েকজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। খেরসনের গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় সেখানে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তিনি বলেন, রুশ বাহিনী গুরুত্বপূর্ণ অবকাঠামো, জনসাধারণের স্থান ও বাসাবাড়িগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের চেরভোনা জিরকা গ্রাম দখল করে নিয়েছে। ২০২২ সালের এক বিতর্কিত নির্বাচনের পর থেকে মস্কো অঞ্চলটিকে নিজেদের দাবি করে আসছে।
এদিকে চলতি মাসে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনার চেষ্টা হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।