- ১৩ অক্টোবর, ২০২৫
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত এই হামলায় একাধিক আবাসিক ভবন ধসে পড়েছে ও ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শক্তিশালী বিস্ফোরণে রাতজুড়ে কিয়েভ কেঁপে ওঠে। আকাশজুড়ে আগুনের আলো ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শহরের ডারনিতস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবন সরাসরি হামলার শিকার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
কিয়েভ শহর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, “সবকিছু ধ্বংস হয়ে গেছে। আজ রাতে রুশ সন্ত্রাসী রাষ্ট্র আমাদের রাজধানীতে ভয়াবহ হামলা চালিয়েছে।” তিনি নিশ্চিত করেন, নিহতদের মধ্যে শিশুদের বয়স দুই, ১৪ এবং ১৭ বছর।
শহর প্রশাসন জানিয়েছে, অন্তত ৪৮ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষ বের করে আনার চেষ্টা করছেন। শহরের অন্তত ২০টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
একইসঙ্গে কেন্দ্রীয় কিয়েভের একটি প্রধান সড়ক কাচের টুকরোয় ভরে যায়, অনেক উঁচু ভবনে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিভিন্ন ফ্ল্যাট থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো ঘোষণা করেছেন, শুক্রবারকে শোকদিবস হিসেবে পালন করা হবে। সেদিন শহরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরনের জনসমাবেশ বন্ধ থাকবে।