Tuesday, October 14, 2025

কাতারের কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু


ছবিঃ হোয়াইট হাউসে সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে এই মাসে দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। (সংগৃহীত । আল জাজিরা । জোনাথন আর্নস্ট/রয়টার্স )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো নজিরবিহীন ইসরায়েলি বিমান হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিকে যৌথ টেলিফোন কলে ক্ষমা প্রার্থনা জানান নেতানিয়াহু।

৯ সেপ্টেম্বরের ওই হামলায় অন্তত পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামাসের শীর্ষ নেতৃত্ব যদিও বেঁচে যান, তবে ঘটনাটি কাতারের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু হামলার ফলে কাতারি নাগরিক বাদর আল-দোসারির মৃত্যুর ঘটনায় “গভীর দুঃখ” প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে কাতারের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের “গুরুতর লঙ্ঘন” বলে অভিহিত করেছেন। হামলার পর দোহায় প্রায় ৬০টি মুসলিম দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন।

কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই কল ছিল আক্রমণের পরিণতি সামাল দেওয়ার অংশ। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসমক্ষে ক্ষমা ও ভবিষ্যতে পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা ছাড়া তারা আর কোনো শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতা অব্যাহত রাখতে রাজি ছিলেন না।

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত এই ক্ষমা প্রার্থনাকে “তাৎপর্যপূর্ণ” বলে উল্লেখ করেছেন। তার মতে, এটি কেবল হামাস-ইসরায়েল আলোচনার জন্য নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক মধ্যস্থতার পরিবেশ রক্ষার জন্যও অত্যন্ত জরুরি পদক্ষেপ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন